ফোন-মেসেজ এবার সবচেয়ে সহজেই! হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্সগুলো জানেন?

রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে WhatsApp। ইতিমধ্যেই ইউজারদের জন্য একগুচ্ছ ফিচার এনেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি। সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি।

মার্ক জুকেরবার্গের সংস্থা Meta-র আওতায় এসে যাওয়ার পর থেকেই WhatsApp-কে আর পায় কে! প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। তার কিছু আমাদের জানা, আর বেশিরভাগটাই অজানা আমাদের।

ইউজারদের প্রয়োজন এবং প্রযুক্তি- দু’দিকেই নজর রেখে এগোচ্ছে

WhatsApp

। আর সেটাই এই মেসেজিং অ্যাপের জনপ্রিয়তার প্রধান USP। ইতিমধ্যেই মেটাভার্সের আওতায় এসে গিয়েছে অ্যাপটি। যে কারণে ফেসবুকের বহু ফিচারই ঢুকে পড়েছে WhatsApp-র মধ্যে।

এবার ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হল মেসেজিং অ্যাপটি। এতদিন পর্যন্ত নির্দিষ্ট কোনও একটি, দুটি বা সর্বোচ্চ তিনটি চ্যাটকে পিন করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে গ্রুপ বা চ্যাটের ভিতরে কোনও একটি নির্দিষ্ট মেসেজকে আলাদা করে পিন করে রাখা যেত না এতদিন। গ্রুপের প্রচুর প্রচুর মেসেজের ভিড়ে হারিয়ে যেত গুরুত্বপূর্ণ মেসেজটি।

তবে এবার সেই সমস্যা থেকেই মুক্তির উপায় খুঁজে এনেছে

WhatsApp

। একটি রিপোর্টের দাবি, পরবর্তী আপডেটে এমনই একটি ফিচার আনতে চলেছে

WhatsApp

, যেখানে চ্যাটের ভিতরেই গুরুত্বপূর্ণ মেসেজটি আলাদা করে পিন করে রাখার সুযোগ পাবেন ইউজাররা। হাজার হাজার মেসেজের ভিড়ে দরকারি মেসেজ হারানোর ঝুঁকিও কমবে তাতে।

97452607

তবে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই

ফিচারটি

। পরবর্তী কোনও আপডেটে যা অ্যাড করা হবে মেসেজিং অ্যাপে। এর পাশাপাশি কল করার পদ্ধতি আরও সহজ করে তোলার চেষ্টা করছে ডেভলপমেন্ট টিম। যেখানে অ্যাপ্লিকেশনটি না খুলেই কল করতে পারবেন ইউজাররা। সহজে নাগালে পেয়ে যাবেন কনট্যাক্ট লিস্ট। আর তার জন্য একটি কাস্টম শর্টকাট আনারও ভাবনাচিন্তা রয়েছে

WhatsApp

-এর। যার ফলে মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে ফোন কল করাও অনেত সহজ হবে।

97587778

কবে নাগাদ এই

কলিংয়ের

শর্টকাট ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ওই আপডেটটি এলে ব্যবহারকারীকে আলাদা করে কিছু করতে হবে না। আপডেটটি ইনস্টল হওয়ার পরে নিজে থেকেই মোবাইলের হোমস্ক্রিনে অ্যাড হয়ে যাবে কলিংয়ের শর্টকাটটি। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *