বাজেটের পরেই আমদানি শুল্ক বাড়ছে একাধিক জিনিসের, তালিকায় কোন কোন নাম?

Budget 2023:

সম্প্রতি 2023-এর বাজেট সংসদে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 1 ফেব্রুয়ারি 2023-এ পেশ করা এই বাজেটে বেশ কিছু বড় ঘোষণা করা হয়েছে। এগুলির মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হল যে বেশ কিছু আমদানি করা জিনিসের উপর Basic Custom Duty (BCD) বৃদ্ধি করা। Basic Custom Duty (BCD) বাড়ানো হয়েছে বৈদ্যুতিক গাড়ি সহ সম্পূর্ণ আমদানি করা গাড়ি এবং আমদানিকৃত যন্ত্রাংশ সহ ভারতে অ্যাসেম্বল করা গাড়িগুলির। এছাড়া যেগুলি দামি হয়ে যেতে চলেছে তা হল আমদানি করা সাইকেল এবং খেলনা। এই দু’ধরনের জিনিসের উপর উচ্চ কর চাপানো হয়েছে। সিগারেট-এর দাম বৃদ্ধি করা হয়েছে। রান্নাঘরের চিমনি ও ইমিটেশন জুয়েলারির দাম বেড়েছে। যৌগিক রাবার, ন্যাপথা ও রুপোর বারের দাম বেড়েছে। এই জিনিসগুলির উপর আমদানি শুল্ক বাড়ানোর মাধ্যমে সরকার এগুলির আমদানি কমাবার চেষ্টা করছে।

বাজেট 2023-এর ফলে বেশ কিছু জিনিস আগের থেকে সস্তা হতেও চলেছে। তাদের মধ্যে অন্যতম হল ভারতে তৈরি মোবাইল ফোন এবং টিভি সেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এগুলি তৈরির উপাদান আমদানিতে বেসিক কাস্টমস ডিউটি (BCD) কমানোর ঘোষণা করেছেন। এছাড়া দাম কমতে চলেছে চিংড়ির খাবার ও মাছের লিপিড তেল যা দিয়ে শিল্প সামগ্রী তৈরি করা হয়। গবেষণাগারে তৈরি হিরের দাম কমতে চলেছে। বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত লিথিয়াম আয়ন সেল তৈরির জন্য যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক হ্রাস করা হয়েছে। এই জিনিসগুলির উপর আমদানি শুল্ক কমানোর মাধ্যমে সরকার এগুলির আমদানি বাড়িয়ে শিল্পে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে।

97574126

97529611

আগামী বছরে আগত লোকসভা ভোটের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্নাঙ্গ বাজেট। এই বছরেই রয়েছে দেশের 9টি রাজ্যের বিধানসভা ভোট। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে এবছরের বাজেটে। ভোটারদের খুশি করতে একাধিক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তরুণ প্রজন্ম, মহিলা, মুসলিম,প্রবীণ নাগরিক ও আদিবাসী জনজাতির উপর বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। মানুষকে আকৃষ্ট করতে কেন্দ্রীয় সরকার জাতীয় হাইড্রোজেন মিশন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প, মহিলা সন্মানপত্রের মতো একাধিক প্রকল্পের দিকে নজর দিয়েছে। প্রযুক্তির দিকেও বিশেষ লক্ষ্য দিয়েছে সরকার। 5G, Agri tech, AI-এর মতো দিকগুলি তুলে ধরা হয়েছে এবারের বাজেটে। তার সঙ্গে আমদানির উপর শুল্ক ( Basic Custom Duty) পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার দেশের ভেতরের শিল্পগুলিকে উৎসাহ দেবার চেস্টা করেছে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *