বীরভূমে দুর্ঘটনার কবলে বাবুলের কনভয়, কেমন আছেন মন্ত্রী?

দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয় (West Bengal Minister Babul Supriyo News)। জানা গিয়েছে, শুক্রবার বীরভূমের রামপুরহাটে (Birbhum Rampurhat) এই ঘটনা ঘটে। এদিন বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু, সাঁইথিয়া মুসরডা পেট্রোল পাম্পের (Sainthia Misroda Petrol Pump) কাছে তাঁর কনভয়ের একটি গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর, দু’টি গাড়িই উলটে যায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মন্ত্রীর বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, বাবুলের এক নিরাপত্তারক্ষীর মাথার আঘাত লাগে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বাবুল। বরাতজোরে রক্ষা পান বাবুল সুপ্রিয়।

93328604

প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি রামপুরহাটে শো করার কথা ছিল

নচিকেতা চক্রবর্তী

র। সমস্ত আয়োজন চূড়ান্ত হয়ে গেলেও কিছু কারণবশত তাঁর শো বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। এর জন্য সোশাল মিডিয়ায় ক্ষমাও চান গায়ক। তাঁর পরিবর্তে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বাবুল সুপ্রিয়কে। জানা গিয়েছে, নচিকেতার বদলে রামপুরহাটে এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই দুর্ঘটনা। সূত্রের খবর, মন্ত্রীর গাড়িতে একাধিকজন ছিলেন। তাঁরা প্রত্যেকেই আহত হন। গাড়ি এবং অটোটি উলটে যাওয়ার পর তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কমপক্ষে সাত থেকে আট জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

95758612

তবে এই দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে পাঠিয়েও প্রতিশ্রুতি রাখতে অনুষ্ঠানে গিয়েছিলেন

বাবুল সুপ্রিয়

। তাঁর প্রতীক্ষায় শীতের সময়েই অপেক্ষা করে ছিলেন একাধিক মানুষ। তাঁদের হতাশ করতে চাননি তিনি। আর সেই কারণেই তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছন। বাবুল সুপ্রিয় এখন ভালো রয়েছেন। এই দুর্ঘটনায় আহত তাঁর নিরাপত্তারক্ষীরা আপাতত হাসপাতালে ভর্তি। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এদিকে ওই অটোচালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অটোটিতে কোনও যাত্রী ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আহতদের প্রথমে

রামপুরহাট

হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁদের সিউড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাবুলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আহতদের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে সেই বিষয়ে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন মন্ত্রী নিজেই। আহতদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি, জানা যাচ্ছে এমনটাই।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *