ভালোবাসার সপ্তাহে ওম দেওয়ার ষড়যন্ত্র শীতের! শহরে ফের পারা পতন

আরও নামল তাপমাত্রার পারদ (Temperature Today)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) মতো রাতের তাপমাত্রা পৌঁছে গেল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনের তাপমাত্রাও সামান্য কমে স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে। পশ্চিমাঞ্চলের জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে রাতের তাপমাত্রা। বেজায় খুশি শীতপ্রেমীরা। বিদায়বেলায় শীতের মিনি স্পেল উপভোগ করছে রাজ্যবাসী। সকলেই জানতে উদগ্রীব ভ্যালেনটাইন্স উইকে কেমন থাকবে শীতের আমেজ (Winter 2023)?

97566566

কলকাতায় তাপমাত্রা কত (Kolkata Temperature Today)?

গত ২ ফেব্রুয়ারি কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৩ ফেব্রুয়ারি তা একটু কমে দাঁড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। ৪ ফেব্রুয়ারি তা আরও কমে পৌঁছে গেল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। পাঁচ দিনের এই মিনি স্পেল সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আলিপুর অবশ্য জানাচ্ছে, এর থেকে নীচে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নগামী থাকবে তাপমাত্রা। তবে ৭,৮ এবং ৯ ফেব্রুয়ারি তা ফের একবার চড়তে শুরু করবে। ১০ এবং ১১ ফেব্রুয়ারি আবার শীতের আমেজ ফিরবে। যদিও শীতপ্রেমীদের কিছুটা নিরাশ করেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি থেকে এই মরশুমে আর তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই।

97508965

দুই বঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানাচ্ছে, পার্বত্য, সমতল, তরাই, ডুয়ার্সের জেলাগুলিতে রবিবার পর্যন্ত পারা পতন অব্যাহত থাকবে। সমতলের জেলা অর্থাৎ মালদা, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে সকালে হালকা কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। জেলায় জেলায় চলছে আবহাওয়ার ভোলবদলের পালা। কখনও দমকা হাওয়া, কখনও কনকনে শীত, আবার হুটহাট গরম- আবহাওয়ার পালাবদলে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ।

97539290

ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহষ্পতিবার। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং সংলগ্ন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার। আবহাওয়ার পরিবর্তন হবে দেশজুড়েই। এর প্রভাবে রবিবারের মধ্যে জম্মু কাশ্মীর হিমাচলপ্রদেশ সহ উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে ।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *