১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়করে বিপুল ছাড় দিয়েছেন। এই সিদ্ধান্তের জেরে মধ্যবিত্তের হাতে সঞ্চয় বাড়বে বলেও জানান তিনি। বাজেটে একাধিক প্রকল্পের কথা ঘোষণার পাশাপাশিই মহিলারা যাতে অল্প করে টাকা জমাতে পারেন সেই জন্য একটি নতুন প্রকল্পের কথাও জানানো হয়েছে বাজেটে। এই বাজেটে Mahila Samman Saving Certificate নামে এই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman )। জানানো হয়েছে, এই প্রকল্পে উপকৃত হবেন গৃহকন্যারা।
97520364
কত টাকা রাখা যাবে এই প্রকল্পে?
‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিমটিতে প্রাপ্ত বয়স্ক মহিলাদের পাশাপাশি শিশুকন্যারও নামেও টাকা জমা রাখা যাবে। সর্বাধিক ২ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যাবে এই স্কিমে।
97534374
প্রকল্পে সুদের হার কত?
অন্য সাধারণ সঞ্চয় প্রকল্পের তুলনায় এখানে সুদের হার বেশি। এই প্রকল্পে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, PPF, NSC এবং Sukanya Samriddhi Yojana (SSY) সঞ্চয়ের জন্য খুব জনপ্রিয় স্কিম। তবে কেন্দ্রের এই স্কিমগুলিতেও ৭.৫ শতাংশের অনেক কম সুদ পাওয়া যায়।
97517317
কতদিনের জন্য টাকা রাখা যাবে?
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে টাকা রাখা যাবে দু’বছর পর্যন্ত। ফিক্সড ডিপোজিটের মতো একবারই টাকা জমা দেওয়া যাবে এই প্রকল্পে। চলতি বছরে টাকা জমা করা হলে ২০২৫ সালে তা ‘ম্যাচিওর’ হবে।
97520654
আয়করে ছাড় পাওয়া যাবে?
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), Senior Citizens Small Savings Scheme (SCSS), জাতীয় সঞ্চয় প্রকল্প (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনাইয় ৮০ সি ধারায় (Section 80C) আয়করে সুবিধা মেলে। এই সমস্ত প্রকল্পে আয়করে ছাড় পাওয়া যায়। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পেও আয়করে ছাড় পাওয়া যাবে। কিন্তু, এই প্রকল্পে কর ছাড় প্রক্রিয়া কেমন হবে তা এখনও জানানো হয়নি।
97521750
আর কী সুবিধা রয়েছে?
সরকারি এই প্রকল্পে টাকা চোট যাওয়ার কোনও ঝুঁকি নেই। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে টাকা জমা রাখার পরে একটি অংশ তুলে নেওয়া (Partial Withdrawal Facility) যাবে। তবে এখনই এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানানো হয়নি। সূত্রের খবর, চলতি বছরে ১ এপ্রিল থেকেই ব্যাঙ্কে চালু করা হবে এই প্রকল্প। তখনই বিস্তারিত জানা যাবে। এর সঙ্গে চলতি বাজেটে জানানো হয়েছে Post Office Monthly Income Scheme (POMIS) এবং Senior citizen saving scheme (SCSS)-এ টাকা জমা রাখার পরিমাণ বাড়ানো হচ্ছে। SCSS-এ এতদিন রাখা যেত ১৫লাখ টাকা এবং POMIS-এ সাড়ে চার লাখ টাকা। দু’টি প্রকল্পেই এই পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে।