মাত্র ₹150 করে দিলেই নিশ্চিন্ত! মেয়াদ শেষে LIC-তে মিলবে 8 লাখ টাকা

LIC Policy:

গ্রাহকদের নানা স্বার্থের কথা মাথায় রেখে দেশের বৃহত্তম সরকারি বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) নানা ধরনের স্কিম সামনে নিয়ে আসে। শিশু থেকে বৃদ্ধ, যে কোনও মানুষের বিষয়ে ভাবনা-চিন্তা করে তবেই স্কিম নিয়ে হাজির হয় এলআইসি। সংস্থাটির বেশ কয়েকটি স্কিম অত্যন্ত জনপ্রিয়, এই স্কিমগুলিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে মোটা রিটার্ন পেতে পারেন। যদি কোনও ব্যক্তি তাঁর সন্তানদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে LIC-এর জীবন তরুণ পলিসিতে বিনিয়োগ করতে পারেন। শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা সামনে এনেছে LIC।

LIC জীবন তরুণ পলিসি হল একটি প্রাইভেট, জীবন নিশ্চয়তা সঞ্চয় পরিকল্পনা। যেহেতু

LIC

-তে এই বিনিয়োগ করা হচ্ছে, তাই এই বিনিয়োগ যে সুরক্ষিত সে সম্পর্কে কোনও সন্দেহই নেই। সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, বিয়ে ইত্যাদির কথা মাথায় রেখে অভিভাবকেরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। LIC-র জীবন তরুণ পলিসি নেওয়ার জন্য, বাচ্চার বয়স কমপক্ষে 90 দিন হতে হবে। অন্যদিকে, এই প্ল্যানটি 12 বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য নেওয়া যাবে না বলেই জানিয়েছে LIC।

97569215

সন্তানের বয়স 25 বছর হলে এই পলিসির মেয়াদ শেষ হবে। এক্ষেত্রে সন্তানের বয়স 20 হওয়া পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে বিনিয়োগকারীকে। ন্যূনতম 75,000 টাকার জন্য এই পলিসি নেওয়া যেতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্দিষ্ট নেই। যদি কোনও ব্যক্তি 12 বছরের সন্তানের জন্য এই পলিসি কিনতে চান, সেক্ষেত্রে তাঁর পলিসির মেয়াদ হবে 13 বছর। সেক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকা নিশ্চিত করা হবে।

প্রতিদিন 150 টাকা করে জমাতে হবে

যদি কোনও ব্যক্তি সন্তানের জন্য প্রতিদিন 150 টাকা করে জমা করেন ও জীবন তরুণ পলিসিতে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে বার্ষিক প্রিমিয়াম হবে 54,000 টাকা। সেক্ষেত্রে 8 বছরে মোট বিনিয়োগ হবে 4,32,000 টাকা। বিনিয়োগের পরিমাণের উপর 2,47,000 টাকা বোনাস পাওয়া যাবে। এছাড়া পলিসি হোল্ডারের মৃত্যুতে নমিনি পাবে 5 লাখ টাকা। এর উপর লয়ালটি বোনাস হিসাবে পাওয়া যাবে 97,000 টাকা। এভাবে মোট পাওয়া যেতে পারে 8,44,500 টাকা।

97415066

প্রিমিয়ামের কী নিয়ম নিয়ম রয়েছে?

কোনও পলিসি গ্রাহক বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন। শিশুদের চাহিদার কথা মাথায় রেখেই LIC এই নীতি সামনে এনেছে। মূলত সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *