লাগবে না এক টাকাও, IPL এবার বিনামূল্যে

২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত IPL-এর ডিজিটাল সম্প্রচারের স্বত্ত্ব পেয়েছে ভায়কম ১৮। অর্থাৎ অনলাইনে এবার IPL দেখানো হবে জিও সিনেমাকে। অন্যদিকে টেলিভিশন স্বত্ত্ব রয়েছে স্টারের হাতেই। এই পরিস্থিতিতে IPL দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সংস্থা। 4K তে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। FIFA বিশ্বকাপের মত সম্প্রচারের অভিজ্ঞতা দিতে চায়। এবার FIFA বিশ্বকাপের মত একই কাজ করতে উদ্যোগ নিল। বিনামূল্য দেখানো হবে IPL। অর্থাৎ স্পোর্টস ১৮-এ এবার IPL দেখা যাবে বিনামূল্যে। যা এতদিন স্টার দেখাত টাকার বিনিময়ে। এই উদ্যোগের পর টিভিতে IPL দেখাতে যে ধাক্কা খেল তা বলাই যায়।

97413451

কিছুদিন আগে স্পোর্টস ১৮-এর পক্ষ থেকে BCCI-কে জানানো হয়েছিল তারা 4K-তে দেখাতে চায় IPL। দেখার অভিজ্ঞতাকে উন্নতি করতে তাদের এই পদক্ষেপ ছিল। এতদিন IPL দেখানো হত সর্বোচ্চ ১০৮০ পিক্সেলে। 4K তার থেকে চারগুণ বেশি ভালো মানের। BCCI এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

97557502

একাধিক সূত্র মারফত জানা গিয়েছে FIFA বিশ্বকাপের মত IPLও দেখানো হবে জিও সিনেমায়। FIFA ম্যাচ তারা 4K-তে দেখিয়েছিল। সেই পথেই এবার হাঁটবে ক্রিকেটে ক্ষেত্রেও। সংস্থার পক্ষ থেকে এক কর্তা বলেন, “FIFA আমাদের কাছে একটা বড় শিক্ষা ছিল। গত ২ মাসে আমরা অনেক কাজ করেছি প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য। আমরা এবার IPL-এ উচ্চমানের সম্প্রচার করতে চলেছি।” FIFA বিশ্বকাপের সময় সম্প্রচারের সমস্যা দেখা দিয়েছিল অনলাইনে। নেটের পর্যাপ্ত স্পিড থাকা সত্ত্বেও বাফারিংয়ে সমস্যা হয়েছিল। সেটা দ্রুত সারিয়ে তুলে বিশ্বকাপের পরের দিকে ম্যাচগুলো ভালো সম্প্রচার করেছিল সংস্থা। সেটাই এবার IPL-এ করতে চলেছে।

97554066

জানা যাচ্ছে, জিও সিনেমায় ১৬-১৭টা ভাষায় সম্প্রচার করা হবে IPL। তালিকায় রয়েছে বাংলা, তামিল, তেলুগু ও ওডিয়ার মত ভাষাও। যেটা এতদিন দেখা যায়নি। সংস্থার পক্ষ থেকে বলা হয়, “আমরা IPL-কে লোকাল করতে চাইছি। এটা সবার মাতৃভাষায় যাতে হয় তা নিশ্চিত করতে চাই।” এরপাশাপাশি থাকছে অপর একটি ফিচার, যেখানে দর্শকরা যখন চাইবেন তখন স্কোরবোর্ড ও ম্যাচের নির্ধারিত অংশ দেখতে পাবেন। ৩ বছর পর এবার IPL হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে আয়োজিত হবে। ফলে গতবারের থেকে এবারের IPL নিয়ে উন্মাদনাও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *