শাহরুখ সাক্ষী! একবার নয়, বারবার বিয়ে করেছেন সলমন?

‘পাঠান’ এবং ‘টাইগার’ জুটিতে কাঁপিয়ে ফেলেছে সিলভার স্ক্রিন। ‘পাঠান’ ছবিতে সলমনের ক্যামিও, ভাইজানের অনুরাগীদের তো বটেই সঙ্গেই শাহরুখ ফ্যানদের মধ্যেও শোরগোল ফেলে দিয়েছিল। এইকথা অজানা নয়, যে ‘টাইগার থ্রি’ ছবিতেও শাহরুখকে দেখা যেতে চলেছে ক্যামিও চরিত্রেই। তবে, এক ভয়ঙ্কর কথা শাহরুখের সামনেই স্বীকার করেছিলেন সলমন।

দুজনের মধ্যে বন্ধুত্ব ঝগড়া লেগেই থাকত একসময়। তবে দীর্ঘদিন সেই বচসা কাটিয়ে এখন শুধুই ইয়ারানা। সলমন এবং শাহরুখের ভাইচারা নতুন নয়। দুজনেই দুজনের সাপোর্ট কথাও বলেন, আবার ঠিক ভুল বাতলেও দিন। কিছুদিন আগেও শাহরুখ বলেছিলেন, ‘সলমন নাকি GOAT’! সর্বকালের সেরা অভিনেতা। আর নিজের জীবেনর সবথেকে বড় সত্যিটা শাহরুখের সামনেই স্বীকার করেছিলেন ভাইজান। কী এমন সত্যি?

ভাইজানের বিয়ে কবে? প্রেম করছেন তবে চারহাত এক হচ্ছে না কেন! এই নিয়ে তাঁর ভক্তদের উচ্ছাসের এবং জিজ্ঞাসার শেষ নেই। কিন্তু ভাইজান আজ বিয়ে করব কাল বিয়ে করব, হাজারো সম্পর্কে লিপ্ত হওয়ার পরেও বারবার অনুরাগীদের মন ভেঙে দেন। কিন্তু সলমনের নাকি বিয়ে হয়ে গেছে? একঝাঁক লোকজনের সামনে শাহরুখকে সাক্ষী রেখে একথাই বলেছিলেন তিনি। গতবছর এক অ্যাওয়ার্ড শোয়ে সামনে এনেছিলেন সত্যিটা।

শাহরুখকে উদ্দেশ্য করে বলেছিলেন, “সকলেই জিজ্ঞেস করে আমার বিয়ে কবে, কেন করছি না বিয়ে? তবে ভাই, আজকে বলছি আমি আজ বেশ কিছুদিন ধরেই বৈবাহিক সম্পর্কে রয়েছি”। কথা শুনেই কপাল কুঁচকালেন কিং খান। অবাক হয়ে চেয়ে রইলেন। সকলকে অবাক করেই সলমন বললেন, “বিয়ে হয়ে গেছে আমার….কিন্তু স্বপ্নে! স্বপ্নে অনেকবার আমার বিয়ে হয়েছে”। এইকথা শুনে, ভাষা হারালেন শাহরুখ, কিন্তু পরে হেসেই পরিস্থিতি সামলে নিলেন।

উল্লেখ্য, দুজনেই দুজনের ফ্যান! সলমনের কাছে শাহরুখের থেকে বড় সুপারস্টার আর কেউ নেই। অন্যদিকে সলমনকে নিদারুণ ভালবাসেন শাহরুখ। পাঠান ছবিতে দুজনকে একসঙ্গে দেখে আবেগে আপ্লুত অনুরাগীরা। বলেছিলেন, তোমরা ছাড়া ইন্ডাস্ট্রিতে আর কেউ নেই…যে সবাইকে ধরে রাখবে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *