এক মহিলার সঙ্গে যৌন হেনস্থার অভিযোগে বর্তমানে হাজতবাসে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ। প্রথম থেকেই তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে তাঁর বক্তব্যে একাধিকবার অসৎঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে বার্সেলোনার পুলিশ। এই ঘটনার পর থেকে মামলা লড়ছেন দানি আলভেজ। প্রথম থেকেই তিনি স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের পাশে পেয়েছিলেন। কিন্তু এবার তাতে ঘটল ব্যাঘাত। দানি আলভেজের থেকে বিবাহ বিচ্ছেদ চাইলেন তাঁর স্ত্রী জোয়ানা সানজ। জানা গিয়েছে ইতিমধ্যেই তিনি ডিভোর্সের জন্য মামলা দায়ের করেছেন। পাশাপাশি তিনি আলভেজের সঙ্গে থানায় দেখা করতে যাচ্ছেন না বলেও খবর।
97174212
গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিন চাইলেও দানি আলভেজকে জামিন দেওয়া হয়নি। বর্তমানে তাঁর উপর প্রি ট্রায়াল চলছে। তিনি যতদিন না নির্দোষ প্রমাণ হচ্ছেন ততদিন তাঁর সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে পুমা। মেক্সিকোতে এই ক্লাবের হয়েই খেলছেন তিনি। এবার স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, আইনজীবীর মাধ্যমে জোয়ানা সানজ ডিভোর্সের আবেদন করেছেন। তবে ডিভোর্সের কারণ হিসেবে তিনি যৌন হেনস্থার অভিযোগ আনছেন না। এই ঘটনাটি নিয়ে দানি আলভেজের মতের পার্থক্যকেই কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “জোয়ানা আগে যেটা বলেছিলেন যে তিনি দানির পাশে আছে, সেই বক্তব্যের জন্য তিনি অনুশোচনা বোধ করছেন।”
97319068
জানা গিয়েছে, দানি আলভেজের সঙ্গে জেলে দেখা করার অনুমতি রয়েছে মাত্র ৬ জনের। কিন্তু দানি আলভেজ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেও স্ত্রীর সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন। এটাও আঘাত করেছে জোয়ানাকে। ডিভোর্সের আবেদন করার পর জোয়ানা সোশাল মিডিয়ায় দানি আলভেজের সঙ্গে তাঁর সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন। বিয়ের সময়কার ছবিও তিনি ডিলিট করে দিয়েছেন।
97198994
২০২২ সালের ৩০ ডিসেম্বর একটি নাইট ক্লাবে গিয়ে বিপাকে পড়েন দানি আলভেজ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক মহিলা। অভিযোগ ছিল, সারারাত মদ্যপানের পর দানি আলভেজ ভোরের দিকে সেই মহিলার স্তন মর্দন করেন বলে অভিযোগ। তিনি চিৎকার করে লোক ডাকলে দানি আলভেজ সেই জায়গা থেকে পালিয়ে যান। পরে দানি আলভেজ পুলিশের কাছে গিয়ে পুরো ঘটনার কথা জানান। কিন্তু ৩ বার জবানবন্দীতে প্রতিবার তিনি আলাদা আলাদা মন্তব্য করেন বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।