‘৫৭ বছরেও হিরোর রোলে, এবার বাবার চরিত্র হোক..’, শুনেই ‘বাপ-বাপান্ত’ উদ্ধার করলেন শাহরুখ

“এই বয়সেও এভাবেই হিরোর রোল করে যাবেন! নাকি এবার সিনেমায় হিরো-হিরোইনের বাবার চরিত্রে অভিনয় করার কথা ভাবছেন?..”, এমন প্রশ্ন শুনেই একেবারে বাপ-বাপান্ত উদ্ধার করে ছেড়ে দিলেন শাহরুখ খান।

অতিমারী উত্তরপর্বে ডুবতে বসেছিল বলিউড। হিট সিনেমা তো দূরঅস্ত! ঘরের টাকা তুলতেই কালঘাম ছুটে গিয়েছিল পরিচালক-প্রযোজকদের। দক্ষিণী সিনেমাপ সুপারহিট বাজারে বলিউডকে একপ্রকার মাছি তাড়াতে হচ্ছিল। কোনও খান-কাপুররাই বাজার চাঙ্গা করতে পারেননি। তবে ৪ বছর বাদে পর্দায় প্রত্যাবর্তন করে ৫৭ বছরের মানুষটিই হিন্দি ইন্ডাস্ট্রির হাল ধরলেন। এই বয়সেও নবীন প্রজন্মের তারকাদের টেক্কা দিচ্ছেন শাহরুখ।

এই গ্ল্যামার, চার্মিং অ্যাটিটিউড.. পঞ্চাশ পেরিয়েও যেন চিরতরুণ কিং খান। হিরোর চরিত্রে শাহরুখকে দেখে আজও প্রেক্ষাগৃহ সিটি-হাততালির আওয়াজে ভরে ওঠে। আর বারতের সেই সুপারস্টারকেই কিনা সিনেমায় বাবা-কাকার চরিত্রে অভিনয়ের কথা ভাবতে বললেন জনৈক। শুনেই চটলেন কিং খান।

[আরও পড়ুন: ‘পাঠান’-এর বক্সঅফিস কালেকশন কত? পাল্টা শাহরুখের খোঁচা, ‘তোর অ্যাকাউন্ট কী বলছে?’]

শাহরুখের সরস উত্তর আর কথার মারপ্যাঁচের দক্ষতার সঙ্গে এযাবৎকাল সকলেই পরিচিত। তাই পাল্টা ওই অনুরাগীর প্রশ্নে তাঁর চাঁচাছোলা উত্তর, “তুমি বাবা হও। আমি হিরো-ই ঠিক আছি।” প্রসঙ্গত, পাঠান রিলিজের পর প্রথম AskSRK সেশন করেন শাহরুখ। সেখানেই এক টুইটারেত্তি কিং খানকে বাবা-কাকার চরিত্রে অভিনয়ের কথা ভাবতে বলেন। যা শুনে এমন প্রতিক্রিয়া দেন তিনি।

উল্লেখ্য, রিলিজের ৯ দিন বাদেও বক্সঅফিসে দৌঁড়চ্ছে ‘পাঠান’। ইতিমধ্যেই গোটা বিশ্বে ৭০০ কোটি টাকার ওপর কামিয়ে ফেলেছে। ১০০০ কোটির ক্লাবে ঢোকা অপেক্ষা মাত্র।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *