Petrol Diesel Price:
দেশে আরও একদিন জ্বালানির দর রইল অপরিবর্তিত। এই নিয়ে টানা 256 দিন কলকাতা-সহ দেশের একাধিক শহরে জ্বালানির দাম রইল অপরিবর্তিত। অর্থাৎ প্রায় সাড়ে 8 মাস দেশের একাধিক শহরে পরিবর্তন হল না জ্বালানির দামে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। সাম্প্রতিক অতীতে এই প্রথম কলকাতায় জ্বালানির দামে এমন নজির সামনে এল। জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও, সেই দর রয়েছে চড়া। ফলে কার্যত নাভিঃশ্বাস উঠেছে আমজনতার। আমজনতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই চাইছেন দাম কমাতে। তবে আপাতত তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
যদিও আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম রয়েছে বিগত 20 দিনের মধ্যে সর্বনিম্ন। রাশিয়া- ইউক্রেন যুদ্ধের সময় যে তেলের দাম ছিল 120 ডলার প্রতি ব্যারেল। সেই দাম নেমে এসেছে 80 ডলারের নিচে। অর্থাৎ বিশ্ববাজারে হু হু করে নেমেছে অশোধিত তেলের দাম। যদিও তার কোনও লাভ এখনও পায়নি ভারত। দেশের মানুষকে জ্বালানি কিনতে হচ্ছে বেশি টাকা খরচ করেই। এমনকি সম্প্রতি কেরালাতে বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জ্বালানিতে কর বৃদ্ধির কথা। ফলে কেরলের মানুষের জন্য যে চাপ বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। এবার দেখে নেওয়া যাক দেশের প্রধান মেট্রো শহরগুলির মধ্যে কোথায় জ্বালানির দাম কত রয়েছে?
97594652
কলকাতায় আজ পেট্রল-ডিজেলের দাম (Today Petrol Diesel Price in Kolkata)
তিলোত্তমা নগরী শহর কলকাতায় জ্বালানির দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। জ্বালানির সর্বোচ্চ দামের নিরিখে মেট্রো শহরের মধ্যে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 106 টাকা 03 পয়সা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 92 টাকা 76 পয়সা।
দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi)
দেশের রাজধানী দিল্লিতে জ্বালানির দাম রয়েছে তুলনামূলক ভাবে অনেকটা কম। এই শহরে পেট্রলের দাম প্রতি লিটারে রয়েছে 96.72 টাকা। আবার প্রতি লিটার ডিজেলের দর রয়েছে 89 টাকা। শুধুমাত্র মেট্রো সিটিগুলির দিকে তাকালে দেখা যাবে, এই শহরেই জ্বালানির দাম সবচেয়ে কম।
মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai)
দেশের বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম রয়েছে সর্বোচ্চ। মহারাষ্ট্র সরকারের ভ্যাট ছাড়ের পরেও মুম্বইতে পেট্রলের দাম রয়েছে 106 টাকা 31 পয়সা। আবার ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে 94.27 টাকা।
97578202
চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai)
দেশের দক্ষিণের শহর চেন্নাইতে জ্বালানির দাম রয়েছে আকাশ ছোঁয়া। এই শহরেও প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101.94 টাকা। অন্যদিকে ডিজেলের প্রতি লিটার দাম 94.24 টাকা। কলকাতার মতো চেন্নাইতেও গত 256 দিনে জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি।