China Spy Balloon : সন্দেহজনক বেলুন নিয়ে মুখ খুলল চিন। পেন্টাগনের (Pantagon) দাবিকে নস্যাৎ করল বেজিং (Beijing)। চিনের বিরুদ্ধে গুপ্তচর (China Spy) বেলুন দিয়ে মার্কিন পরমাণু কেন্দ্রে নজরদারির অভিযোগ পেন্টাগনের। আমেরিকার পরমাণু কেন্দ্রে নজরদারি চালাচ্ছে একটি চিনা গুপ্তচর বেলুন, পেন্টাগনের এই দাবি নস্যাৎ করল বেজিং। চিনের বিরুদ্ধে ‘হাইপ’ তোলার চেষ্টা হচ্ছে বলে দাবি করা হয়েছে। সেইসঙ্গে পেন্টাগনের দাবি খতিয়ে দেখা হচ্ছে বলেও চিনা বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে। পেন্টাগনের দাবির প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, পেন্টাগন অহেতুক এ বিষয়ে জলঘোলা করছে। চিনের বিরুদ্ধে এই ধরনের প্রচার যাতে না হয়, সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো ইচ্ছা চিনের নেই বলে মনে করিয়ে দিয়েছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র। তবে, বেলুনটি চিনের তৈরি কিনা, সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে বলে সাফাই দেন।
97571140
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। মার্কিন স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির উপর নজরদারি চালানোর জন্য চিন
গুপ্তচর বেলুন
পাঠিয়েছে বলে দাবি করে পেন্টাগন। সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই নজরে এসেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্তা জানান। বেলুটির গতিবিধির উপরও নজরদারি চালানো হচ্ছে বলেও জানান ওই কর্তা। মার্কিন প্রতিরক্ষা দফতরের ওই কর্তা আরো জানান যে প্রাথমিকভাবে সন্দেহজনকে বেলুনটিকে গুলি করে নামানোর ভাবনাচিন্তা হয়েছিল। কিন্তু বেলুনটির মধ্যে
তেজস্ক্রিয় পদার্থ
থাকলে, তা থেকে বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয় বলে জানান তিনি। পেন্টাগনের তরফে বিবৃতিতে আরো জানানো হয়েছে যে অতীতেও এই ধরনের গুপ্তচর বেলুন দেখা গিয়েছিল মার্কিন ভূখণ্ডে। কিন্তু সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায়, তথ্য সংগ্রহের কাজে ব্যর্থ হয়েছিল বলে দাবি। বেলুনটির সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করে মার্কিন প্রতিরক্ষা দফতর।
97402580
সন্দেহজনক চিনা গুপ্তচর বেলুনের খবর এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের
সফরে যাওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহে একাধিক বিষয়ে আলোচনার জন্য চিনে যাওয়ার কথা মার্কিন পররাষ্ট্র সচিবের। যদিও ব্লিঙ্কেনের বেজিং সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাইডেন প্রশাসন।তাইওয়ান নিয়ে বেজিং-হোয়াইট হাউস দ্বন্দ্ব দীর্ঘদিনের। চিনা আগ্রাসন রুখতে তাইওয়ান সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে বাইডেন প্রশাসন। তারই মধ্যে চিনা গুপ্তচর বেলুনের উপস্থিতি ঘিরে চিন-মার্কিন দ্বন্দ্ব নতুন আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।