JOKES: কতটা ভালোবাসো আমায়? প্রেমিকার প্রশ্নে প্রেমিকের উত্তর বাকরুদ্ধ করে দেবে

Jokes In Bengali: আপনাকে হাসাতে আমরা প্রতিদিন ভাইরাল জোকস এবং চুটকি নিয়ে আসি। আজকেও আমরা কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়লে আপনি হাসবেন। তাহলে আর দেরি কীসের, চলুন হাঁসতে হাঁসতে জোকস পড়া  শুরু করি…

> চোলু- মেয়েরা ৩০০ টাকার স্যান্ডেল কিনে ঘুরে বেড়াতে থাকে যে তারা কেনাকাটা করে আসছে। 

ছেলেরা ১০০০ টাকার মদ খেয়ে এসেও চুপচাপ ঘুমিয়ে পড়ে। 

“সরল জীবনযাপন, উচ্চ চিন্তা”।

>একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে গাছের আড়ালে দাঁড়িয়ে ছিল, 

একজন বয়স্ক লোক পাশ দিয়ে যেতে গিয়ে বললো- বাছা এটা কি আমাদের সংস্কৃতি? 

ছেলে- না কাকু, এটা দত্ত মামার টিনা, 

আপনি  অন্য গাছের আড়ালে চেক করুন, হয়তো আছে।

>মেয়ে- তুমি আমাকে কতটা ভালোবাসো? 

ছেলে- শাহজাহানের মতো। 

মেয়ে- তাহলে তাজমহল বানাও। 

ছেলে- জমি কিনেছি। 

 শুধু তোমার মরার অপেক্ষায় আছি।

> হরিশ তার পরিবার নিয়ে মেয়ে দেখতে গিয়েছিল। 

তাদের সামনে মেয়েটির গুণাবলীর প্রশংসা করা হচ্ছিল।

মেয়েপক্ষের  লোকেরা বলল, ‘সীমার গলা কোকিলের মতো, গলা ময়ূরের মতো, তার চলাফেরা হরিণের মতো এবং স্বভাবের দিক থেকে গরুর মতো।’ 

হরিশ বলল, ‘কাহলে ওনার মধ্যে কি কোনো মানুষের গুণ নেই?

> মুকেশ রমেশকে জিজ্ঞেস করে তোমার পেশা কি? 

রমেশ- আমি পাইলট। 

মুকেশ- বাহ, কোন এয়ারলাইন্সে পাইলট।

 রমেশ- আরে, এয়ারলাইন্সে নয়,  ১০ দিনের ট্রেনিং নিয়ে এখন আমি বিয়েতে ড্রোন উড়াই।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *