আলোর রোশনাইয়ে সেজে উঠল থানা। পাশেই একটি মাঠে করা হল প্যান্ডেলও। চলল খাওয়াদাওয়া, নাচ-গান।
নকিবুদ্দিন গাজী: পাত্রপাত্রী দু’জনেই পেশায় সিভিক ভলান্টিয়ার। কাজের সূত্রেই আলাপ, প্রেম। বিয়ের আসরও বসল থানাতেই! চলল খাওয়াদাওয়া, নাচ-গান। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর।
জানা গিয়েছে, মথুরাপুরেরই তালপুকুর এলাকার বাসিন্দা স্বরূপ প্রামাণিক। সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত তিনি। সম্প্রতি স্ত্রীকে হারিয়েছেন স্বরূপ। আর স্বামীর মৃত্যুর পর সিভিক ভলান্টিয়ার পদে চাকরিতে যোগ দিয়েছেন রানু জানাও। মথুরাপুরে দেবীপুরে বাড়ি তাঁর।
তারপর? দু’জনেই মথুরাপুর থানায় কর্মরত। স্রেফ সহকর্মী নয়, কাজের সুবাদে সম্পর্ক আরও গভীর হয়। একে অপরের প্রেমে পড়েন স্বরূপ ও রানু। সেই খবর জানাজানি হতেই চার হাত এক করার উদ্যোগ নেন এস আই অনুপ মজুমদার। যাবতীয় রীতি মেনে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান হল মথুরাপুর থানায়। বরকর্তার ভূমিকা দেখা গেল ওসি-কে।
আরও পড়ুন: প্রেমিক বিবাহিত, এক সন্তানের বাবা, জানতে পেরে কলেজছাত্রী প্রেমিকা নিল চরম সিদ্ধান্ত!
অভিনব এই বিয়ে উপলক্ষ্যে আলোর রোশনাইয়ে সেজে উঠেছিল থানা। পাশেই একটি মাঠে করা হয়েছিল প্যান্ডেলও। প্যান্ডেলে বসে খেলেন অতিথিরা। এমনকী, বাদ গেল না নাচ-গানও।\