এবারের রেল বাজেটে পশ্চিমবঙ্গের নানা রেল প্রকল্পের জন্য রেকর্ড বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। শুধু পশ্চিমবঙ্গের জন্য রেলের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ (Railway Budget Allocations For West Bengal) হয়েছে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। ইউপিএ সরকারের আমলে গড়ে পশ্চিমবঙ্গের জন্য ৪৩৮০ কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হত। রেলমন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বাংলায় ৯৩টি স্টেশনে আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি বন্দে ভারতের মত বন্দে মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, ‘রেল প্রকল্পের জন্য এই রাজ্য আগে এত টাকা পায়নি। উন্নয়নকে সামনে রেখেই পর্যাপ্ত অর্থ রেল খাতে বরাদ্দ করা হয়েছে।’
রেল রেকর্ড বাজেট বরাদ্দের দাবি করলেও নথি বলছে অন্যকথা। মেট্রো রেল ও হাতে গোনা কয়েকটি প্রকল্পে বিরাট বরাদ্দ করা হয়েছে। তবে, পশ্চিমবঙ্গের অধিকাংশ প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে নামমাত্র। নামমাত্র বলতে মাত্র হাজার টাকা। এছাড়াও নতুন কোনও প্রকল্প বা ট্রেনের ঘোষণা হয়নি বাংলার জন্য।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে সব প্রকল্প ঘোষণা করেছিলেন সেই প্রকল্পগুলিতে কেবলমাত্র এক হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও কয়েকটি নতুন লাইনের ক্ষেত্রেও মাত্র হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। যে যে রেল প্রকল্পে হাজার টাকা বরাদ্দ করা হয়েছে সেই প্রকল্পগুলি হল-আলিপুর-আক্রা-বজবজ, সোনারপুর-ক্যানিং, আজিমগঞ্জ-মণিগ্রাম, তারকেশ্বর-মগরা, তারকেশ্বর ফুরফুরা শরিফ, নিউ গড়িয়া রেল টার্মিনাল, বোলপুর রেল মিউজিয়াম।
পূর্ব রেলের মোট ৬টি স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলা হবে। ওই ৬টি স্টেশনের মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা, ব্যান্ডেল, আসানসোল। কলকাতায় দুটি মেট্রো প্রকল্প গত বছরের চেয়ে বেশি প্রস্তাবিত ব্যয় পেয়েছে। মেট্রো রেলের আধিকারিকদের মতে, নতুন গড়িয়া-বিমানবন্দর মেট্রোর জন্য প্রস্তাবিত ব্যয় হল ১,২০০ কোটি টাকা। যা আগের বাজেটে ব্যয় ছিল ৩৫০ কোটি টাকা। এছাডাও জোকা-এসপ্ল্যানেড মেট্রোর জন্য ১,৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বরাদ্দ কমেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। গতবার যেখানে ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবার সেখানে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নোয়াপাড়া-বারাসাত করিডোর গত অর্থবছরের ৫০৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। এবার বরাদ্দ করা হয়েছে ৬২০ কোটি টাকা। এছাড়াও বরানগর-ব্যারাকপুর মেট্রোর প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।