Valentine’s Day : ভ্যালেনটাইন্স ডে-তে দুর্দান্ত সুযোগ! ফ্রিতে মিলবে হরেক সাইজের কন্ডোম

দোরগোড়ায় ভ্যালেন্টাইন্স ডে। ইতিমধ্যেই এই বিশেষ দিন নিয়ে তুঙ্গে প্রস্তুতি। বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল এবং পর্যটন কেন্দ্রগুলিতে দেওয়া হচ্ছে বিশেষ অফার। কিন্তু, এবার এই প্রেমের দিনটিকে সামনে রেখে ‘প্রাপ্তমনস্ক’ সিদ্ধান্ত নিল থাইল্যান্ড সরকার। জানা গিয়েছে, ভ্যালেন্টাইন্স ডের আগে থাইল্যান্ড সরকারের তরফে ৯.৫ কোটি কন্ডোম বিনামূল্যে বিতরণ করা হতে চলেছে। জানা গিয়েছে, তরুণ প্রজন্ম যাতে কোনওভাবেই যৌনরোগে সংক্রামিত না হয় সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাপল টাইম’ বলেন অনেকেই। বিভিন্ন উপহার, সারপ্রাইজ উপহার থেকে শুরু করে ঘুরতে যাওয়া, দেদার সেলফি, খাওয়া-দাওয়া, ভালোবাসার মানুষের সঙ্গে অন্তরঙ্গ হওয়া-মোটের উপর এটাই কাপলদের ‘নন ফিক্স রুটিন’। এদিকে তরুণ প্রজন্মকে যৌনতার বিষয়ে শিক্ষিত করতে এখন আগের থেকে অনেক বেশি সচেতনতামূলক প্রচার চালানো হয়।

97580611

এই ভালোবাসার সপ্তাহ কোনওভাবে যাতে অদূর ভবিষ্যতে চিন্তার কারণ হয়ে না দাঁড়ায় সেই জন্য থাইল্যান্ড প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সংশ্লিষ্ট দেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, “আমরা চাই না এই কয়েকটা দিনের জন্য

HIV

থেকে শুরু করে অন্যান্য যৌন রোগ সংক্রামিত হোক। সেই জন্যই এই বিপুল পরিমাণ কন্ডোম বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।” তাঁর সংযোজন, “১ ফেব্রুয়ারি থেকে এই কন্ডোম বিতরণের জন্য একটি ক্যাম্পেন শুরু হয়েছে। কোনও ফার্মাসি এবং প্রাইমারি হেলথ সেন্টারের থেকে এই কন্ডোমগুলি নেওয়া সম্ভব হবে। থাইল্যান্ডের বাসিন্দা যাঁদের কাছে ‘ইউনিভার্সাল হেলথ কার্ড’ রয়েছে তাঁরা এই পরিষেবা নিতে পারবেন। এক বছরে প্রতি সপ্তাহে সর্বাধিক ১০টি করে কন্ডোম বিনামূল্যে নেওয়া সম্ভব হবে।”

97553649

থাইল্যান্ডের

ন্যাশানাল হেলথ সিকিউরিটি অফিস (NHSO)-র তরফে দাবি করা হয়েছে, কোনও অবাঞ্চিত গর্ভধারণ, রোগ, HIV, সিফিলিস ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ করা হয়েছে। চারটি আকারের কন্ডোম পাওয়া যাবে। এই ফ্রি কন্ডোম পাওয়ার জন্য Paotang নামক একটি অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। যাঁদের স্মার্টফোন নেই তাঁরা পরিচয় পত্র দেখিয়ে সরাসরি দোকান থেকেই এই বিনামূল্যের কন্ডোম নিতে পারবে। এই গোটা বছর সংশ্লিষ্ট পরিষেবা পাওয়া যাবে। গত কয়েক বছরে থাইল্যান্ডে যৌন রোগ বেড়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *