Vi-এর বৃহত্তম মালিক মোদী সরকার! সুদের বদলে সায় 33 শতাংশ শেয়ারে

Vodafone Idea Share Price:

বড়সড় লাইফলাইন পেল Vi। ঋণগ্রস্ত ভোডাফোন আইডিয়ার 16,133 কোটি টাকার সুদকে ইক্যুইটিতে রূপান্তর করার অনুমোদন দেওয়া হল কেন্দ্রের তরফে। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন। সূত্রের দাবি, আদিত্য বিড়লা গোষ্ঠীর কাছ থেকে কোম্পানি চালানো ও প্রয়োজনীয় বিনিয়োগ পাওয়ার প্রতিশ্রুতির পরেই এই সবুজ সংকেত মিলেছে কেন্দ্রের তরফে। এরফলে সরকারের হাতে আসছে Vi-এর 33.14 শতাংশ শেয়ার। একটি মার্কেট ফাইলিংয়ে Vi জানিয়েছে প্রতি শেয়ার 10 টাকা পিছু ইস্যু করা হবে।

সূত্রের খবর, নির্দিষ্ট মন্ত্রক থেকে 3 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি নির্দেশও জারি করা হয়েছে। সেখানে স্পেকট্রাম নিলামের কিস্তি ও বকেয়া AGR এর বিপরীতে ইক্যুইটি শেয়ারে ছেড়ে দেওয়া সংক্রান্ত সুদের NPV রূপান্তর করতে কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালের সেপ্টেম্বরে কেন্দ্রের তরফে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবার Vi -এর জন্য রিলিফ লাইন ঘোষণা কেন্দ্রের। অন্যদিকে, 2022 -এর জানুয়ারিতে কোম্পানির বোর্ডের তরফে বকেয়া মেটানোর পরিবর্তে তাকে ইক্যুইটিতে রূপান্তরের পক্ষে সায় দেওয়া হয়েছিল।

97583591

Vi-এর বকেয়ার পরিমাণ প্রায় 16,133, 18,48,990 টাকা। এই সমগ্র বকেয়াকেই ইক্যুইটিতে রূপান্তরিত করার আর কোনও বাধা রইল না। সূত্রের খবর, এই পরিমাণ বকেয়া ইক্যুইটিতে বদলে ফেলা হলে সরকারের হাতে চলে আসবে কোম্পানির 33 শতাংশ। ফলে কেন্দ্রের হাতেই থাকবে Vi-এর সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার।

প্রসঙ্গত, ক্রমেই অবস্থা খারাপ হচ্ছে

Vi

-এর। সংস্থাটি রয়েছে Jio, Airtel-এর পরে। অবস্থা এমন যে Vi 5G পরিষেবার জন্য সমগ্র সরঞ্জামের অর্ডারও করতে পারেনি। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI -এর রকাশিত সর্বশেষ ডেটা দেখাচ্ছে, Vi-এর 243 মিলিয়ন মোবাইল গ্রাহক রয়েছে, যা কিনা মোট বাজারের মধ্যে 21.33 শতাংশ। পাশাপাশি Vi-ই হল একমাত্র সংস্থা যারা এখনও 5G পরিষেবার জন্য কোনও যন্ত্র-সরঞ্জামের জন্য অর্ডার করেনি। বরং সেটি বকেয়া ও ভাড়া মেটাতেই রয়েছে দিশেহারা। ইন্ডাস টাওয়ারসের কাছেও Vi-এর রয়েছে বিশাল ঋণ।

97547473

বর্তমানে Vi বিপাকে পড়েছে বলা হচ্ছে, কারণ কোম্পানির উপর 58,254 কোটি টাকার অর্থপ্রদানের বোঝা বাড়িয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত, কোম্পানির মোট ঋণ, ইজারা দায় ব্যতীত এবং অর্জিত সুদ সহ, 2,20,320 কোটি টাকা দাঁড়িয়েছে৷ তবে, কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য একাধিকবার চেষ্টা করেছিল, তবে বাজারের প্রতিকূল অবস্থার কারণে সেই কাজে সফল হয়নি ভোডাফোন-আইডিয়া।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *