আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন, চরমে উঠতে পারে দুর্ভোগ!

আজ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বহু লোকাল ট্রেন বাতিল থাকছে। বর্ধমান স্টেশনের পাশের পুরনো রেল ব্রিজ ভেঙে ফেলার কাজ চলবে। তারই জেরে আজ রবিবার থেকে আগামী ৯ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধমান থেকে বেশ কয়েকটি শাখায় লোকাল ট্রেনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে, একইসঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিলও থাকছে।

টানা বৃহস্পতিবার পর্যন্ত বর্ধমান থেকে একাধিক শাখায় লোকাল ট্রেন বন্ধের জেরে যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হবে। রেল সূত্রে জানা গিয়েছে, আজ থেকে বর্ধমান-হাওড়া, বর্ধমান-আসানসোল, বর্ধমান-ব্যান্ডেল এবং বর্ধমান-রামপুরহাট শাখায় সব লোকাল ট্রেন বাতিল থাকছে।

শুধু লোকাল ট্রেন বাতিলই নয়, বর্ধমান স্টেশনে রেলের কাজের জেরে একাধিক এক্সপ্রেস ট্রেন ও মেল ট্রেনও বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক এক্সপ্রেস ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘তিন-চারজনের রেশারেশিতে দলের মাথা নত হলে বরদাস্ত নয়’, ভীষণ কড়া অভিষেক!

লকডাউনের পর এই প্রথম একটানা লোকাল ট্রেন বন্ধ থাকছে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত কর্ড লাইন ও কাটোয়া লাইনের সব লোকাল ট্রেন বাতিল থাকছে। লকডাউনের পর ফের ট্রেন চলাচল শুরু হলেও গত এক বছরের কাছাকাছি সময় ধরে থার্ড লাইন ও রেলের ইন্টারলকিংয়ের কাজ চলছে। তার জেরেও মাঝেমধ্যেই লোকাল ট্রেনে চলাচলে কোপ পড়েছে। এরপর ফের এক দফায় টানা বন্ধ লোকাল ট্রেন। স্বাভাবিকভাবেই চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *