ইতিহাসের পাতায় পার্থ স্কর্চার্স, পঞ্চমবার ঘরে তুলল BBL ট্রফি

শনিবার অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (BBL 2022-23) ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই মরশুমের অন্তিম ম্যাচে পার্থ স্কর্চার্স এবং ব্রিসবেন হিট একে অপরের মুখোমুখি খেলতে নেমেছিল। পার্থ স্কর্চার্স এই শেষ ম্যাচটি ৫ উইকেটে জয়লাভ করে। এই নিয়ে তারা টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের খেতাব জিততে পারল। পাশাপাশি বিগ ব্যাশ লিগের ইতিহাসে তারা এই নিয়ে পঞ্চমবার খেতাব জয় করল। কোনও ফ্র্যাঞ্চাইজি এত বেশিবার খেতাব জয় করতে পারেনি।

97603855

এই ম্যাচে টস জিতে ব্রিসবেন হিট প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ব্রিসবেনের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। দলের দুই ওপেনার মাত্র ২৫ রান করতে পেরেছেন। আর এই ২৫ রানই করেছেন ব্রাউন। তিনি আউট হওয়ার পর স্যাম হিজলেট (৩৪) এবং নাথান ম্যাক্সওয়েন দুর্দান্ত ব্যাটিং করেছেন। দুজনে মিলে দলের স্কোর ১০০ টপকে দেন।

97576208

এরপর স্যাম হ্যান এবং ম্যাক্স ব্রায়ান্টের মধ্যে পঞ্চম উইকেটে ঝোড়ো ব্যাটিং পার্টনারশিপ গড়ে ওঠে। মাত্র ২৩ বলের মধ্যেই চলে আসে ৪২ রান। আর সেকারণেই ব্রিসবেনের স্কোরবোর্ড রকেট গতিতে দৌড়তে শুরু করে। শেষপর্যন্ত ব্রিসবেন ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছিল। ইতিমধ্যে পার্থের হয়ে সবথেকে সফল বোলিং করেছেন জেসন বেহরনডর্ফ। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেছেন। যদিও ম্যাথু কেলিও ২ উইকেট নিয়েছেন। তবে ২ ওভারে তিনি ৩৭ রান দিয়েছেন। জেসন বেহরনডর্ফ প্রথম ওভারেই জোশ ব্রাউনকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিলেন। এছাড়া ডেভিড পেন, অ্যারন হার্ডি এবং অ্যান্ড্রু টাই একটি করে উইকেট শিকার করেছেন।

97394128

এরপর পার্থ স্কর্চার্স ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যমাত্রা হাসিল করে নেয়। ইতিমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার অ্যাস্টন টার্নার। তিনি ৩২ বলে ৫৩ রানের একটা বিধ্বংসী ইনিংস উপহার দেন। তাঁর এই ইনিংসে জোড়া ছক্কা এবং পাঁচটা বাউন্ডারি ছিল। শেষবেলায় এই ম্য়াচে একটা রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়। শেষ ২ ওভারে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। সেইসময় নিক হবসন (৭ বলে ১৮ রান) এবং কুপার কানোলি ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। অবশেষে ৪ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় হাসিল করে পার্থ। আর সেইসঙ্গে পঞ্চমবার চ্যাম্পিয়নের ট্রফি তারা হাতে তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *