চিনা গুপ্তচর বেলুনকে আটলান্টিকে নামাল মার্কিন জেট, দেখুন ভিডিয়ো

মার্কিন মুলুকের আকাশে বেলুন পাঠিয়ে গুপ্তচরবৃত্তি! চিনকে ‘উচিত শিক্ষা’ দিল আমেরিকা। দৈত্যাকার বেলুনকে গুলি করে নামিয়ে দিল মার্কিন ফাইটার জেট। আমেরিকার জলসীমানায় সেই দৃশ্য দেখতে পেয়েছেন একাধিক নাগরিক। জো বাইডেনের দেশ জানিয়েছে, আমেরিকার সমস্ত সেনা ঘাঁটিগুলিতে নজর রাখতেই এই বৃহদাকার বেলুন পাঠিয়ে চরবৃত্তি করছিল চিন। তাই এই পদক্ষেপ। এদিকে, শি জিনপিংয়ের বিদেশ মন্ত্রকের বক্তব্য, “আমাদের অসামরিক চালকবিহীন একটি বিমানকে ইচ্ছাকৃতভাবে ফাইটার জেটের মাধ্যমে নামিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নিন্দনীয়।”

97539109

কী দেখে গিয়েছে CCTV ফুটেছে?

মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক টিভি চ্যানেলে বারবার করে একটি CCTV ফুটেজ চালানো হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, মাঝ আকাশে একটি বিস্ফোরণ এবং তারপরই দৈত্যাকার চিনা বেলুন এসে পড়ছে সমুদ্রে। F-22 ফাইটার জেট থেকে ছোড়া মিসাইলেই কুপোকাত হল বেলুনটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূল থেকে ছোড়া AIM-9X সাইডউইন্ডার মিসাইলটি আকাশপথে ছয় মাইল উঁচুতে গিয়ে বেলুনটিতে বিস্ফোরণ ঘটিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাউথ ক্যালিফোর্নিয়ার মির্টল বিচের উপর বেলুনটির ধ্বংসাবশেষ এসে পড়েছে। সমুদ্রপৃষ্ঠে সাত মাইল পর্যন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। সেগুলিকে ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে।

97571140

জো বাইডেনের প্রতিক্রিয়া

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাচ্ছিল এই চিনা বেলুন। তারপর থেকেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকে চরবৃত্তির অভিযোগ তোলে। অবশেষে সেটিকে ফাইটার জেটের সাহায্যে নামানোর সিদ্ধান্ত নেয় জো বাইডেন প্রশাসন। বেলুনটি মিসাইল হামলায় ধ্বংসের পর প্রেসিডেন্ট বলেন, “ওটিকে মিসাইলের সাহায্যে নামানো সম্ভব হয়েছে। যারা এই কাজটি সাফল্যের সঙ্গে করেছেন, তাঁদের সাধুবাদ জানাই।”

97582068

বাইডেনকে পালটা চিনের

জো বাইডেনকে পালটা জবাব দিয়েছে চিনও। শি জিনপিংয়ের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে উল্লেখ করে, “আমরা বারবার আমেরিকাকে জানিয়েছিলাম এটি একটি অসামরিক এয়ারশিপ। পথ ভুলে সেটি মার্কিন আকাশ সীমানায় প্রবেষ করেছে। এটা নিছকই একটি দুর্ঘটনা।”

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *