জলের দরে স্যামসাংয়ের 5G ফোন! পুরনো মডেল এক্সচেঞ্জে অতিরিক্ত ডিসকাউন্ট ফ্লিপকার্টে

সস্তায় নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে Flipkart। 2022 সালে লঞ্চ হওয়া Samsung Galaxy F23 – তে দুর্দান্ত ছাড় দিচ্ছে ই-কমার্স সংস্থাটি। সঙ্গে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে মিলছে অতিরিক্ত ডিসকাউন্ট। এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লের সঙ্গে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 5G কানেক্টিভিটি। Samsung – এর অন্য ফোনের মতোই এই ফোনেও ক্লিন সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। Galaxy F23-র পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। একটা ভালো বাজেট স্মার্টফোনে যা যা থাকা উচিত প্রায় সব ফিচারই উপস্থিত রয়েছে এই ফোনে। ফ্লিপকার্টে এই ফোনে কী অফার চলছে? Samsung Galaxy F23 – এর ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Samsung Galaxy F23: দাম ও অফার

4 GB RAM ও 6 GB RAM ভেরিয়েন্টে Flipkart-এ বিক্রি হচ্ছে Samsung Galaxy F23। এর মধ্যে 4 GB RAM ভেরিয়েন্টে অফার দিচ্ছে ই-কমার্স সংস্থাটি।

Samsung Galaxy

F23-তে 30 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। ফলে 22,999 টাকার এই ফোনের দাম কমে হয়েছে 15,999 টাকা।

97434594

এছাড়াও SBI Card ব্যবহার করে ফ্লিপকার্ট থেকে এই ফোন অর্ডার করলে অতিরিক্ত 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও Flipkart Axis Bank কার্ড ব্যবহার করলে মিলবে 5 শতাংশ ক্যাশব্যাক। সেই ক্ষেত্রে SBI Card ব্যবহার করে এই ফোন অর্ডার করতে খরচ 14,999 টাকা।

97542840

Samsung Galaxy F23: এক্সচেঞ্জ অফার

অফার এখানেই শেষ নয়। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে

Samsung

Galaxy F সিরিজ অর্ডার করলে অতিরিক্ত 15,200 তাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফলে এই ফোনের দাম আরও কমে যাবে। 15,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দেবে ফ্লিপকার্ট। সেই ক্ষেত্রে 699 টাকা খরচ করে এই ফোন কেনা যাবে। যদিও পুরনো স্মার্টফোনের দাম ঠিক করবে ফ্লিপকার্ট। ফোনের মডেল ও অবস্থার উপরে নির্ভর করবে এক্সচেঞ্জ ভ্যালু। যদিও সব ফোনে এই বিপুল এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে না। নির্বাচিত কিছু মডেলেই এই অফার প্রযোজ্য হবে।

97198814

Samsung Galaxy

F23-র ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর। থাকছে 5G কানেক্টিভিটি। ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনলে 1 বছরের ওয়্যারিন্টি দেবে

স্যামসাং

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *