টলি-বলি মিলিয়ে একের পর এক বড় চমক বিনোদিনীতে, নজরকাড়া কাস্টিংয়ে বাজিমাত

বড় পর্দায় নটী বিনোদিনী। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। বিনোদিনীর চৈতন্য বেশে তাঁকে দেখতেও বেশ চমৎকার লাগছে। বিভিন্ন কমার্শিয়াল লুকে তাঁকে দেখা গেলেও এমন ভূমিকায় এই প্রথম রুক্মিণী। চরিত্রের জন্য রীতিমতো প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। তবে এ ছবি ঘিরে একের পর আসতে চলেছে চমক। কাস্টিং তালিকা দেখলে চক্ষু চড়কগাছ হবে। অভিনেতাদের তালিকায় রয়েছে একের পর এক চমক। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে রাহুল বোস, মীর আফসার আলি থেকে ওম সাহানি একের পর এক নামের তালিকা সামনে আসছে। দর্শকরাও মুখিয়ে একফ্রেমে এত মুখ কবে দেখবে পর্দায়।

97420603

বিনোদিনী দাসীর ছাঁচে নিজেকে গড়তে বহু কসরত করছেন অভিনেত্রী। কোনও পার্টি বা ইভেন্টেও তেমন যাচ্ছেন না তিনি। যাকে বলে নটীর ভূমিকায় পর্দায় অবতীর্ণ হবেন বলে একেবারে লোকচক্ষুর আড়ালেই নিজেকে সরিয়ে রেখেছেন। ভারতীয় থিয়েটারের কিংবদন্তী অভিনেত্রী নটী বিনোদিনীর (Nati Binodini) চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী

সুদীপ্তা চক্রবর্তীর কাছেও প্রশিক্ষণ

নিচ্ছেন রুক্মিণী। শুধুই অভিনয়ের নয়, নাচের প্রশিক্ষণও নিচ্ছেন সুদীপ্তার কাছে। গোটা ওয়ার্ডড্রব থেকে ওয়েস্টার্ন সরিয়ে শাড়িতে ভরিয়ে তুলেছেন অভিনেত্রী।

94981285

দেব এন্টারটেইনমেন্ট ও প্রতীক চক্রবর্তীর প্রমোদ ফিল্মসের প্রযোজনা ও অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগে আসতে চলেছে ছবিটি। তবে ছবিতে নটীর চরিত্র ঘিরে রুক্মিণীকে নিয়ে শুধুমাত্র এতদিন আলোচনা হলেও, আরও বেশকিছু নাম ইতিমধ্যেই সামনে এসেছে। গিরীশ চন্দ্র ঘোষের চরিত্রে দেখা যাবে পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে, গুরমুখ রাইয়ের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় সঞ্চালক-অভিনেতা মীর আফসার আলিকে, রাঙাবাবুর ভূমিকায় মুম্বই খ্যাত অভিনেতা রাহুল বোস ও কুমার বাহাদুরের ভূমিকায় অভিনেতা ওম সাহানিকে দেখা যাবে।

93996988

ছবিতে প্রতিটা চরিত্রই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নটীর বিপরীতে এমন সব চরিত্রের ভূমিকায় অভিনয় করার সুযোগে স্বাভাবিকভাবেই খুশি প্রত্যেকে। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে রাহুল বোস প্রত্যেকেই আশাবাদী এ গল্পের বুনন মনে ধরবে দর্শকের। বিনোদিনী রুক্মিণী এই ছবির জন্য বলিউড ছবির অফারও ছেড়েছেন। বাংলার মানুষের এ ছবি মন কাড়বেই বলে আশাবাদী তিনি। অন্যদিকে, টলিউড-বলিউডকে এক ছাদের তলায় এনে অভিনয় করানোয় আশাবাদী সকলেই। প্রযোজক-অভিনেতা দেব অধিকারীও এ ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্ব অনুভব করছেন বলে টুইট করেন। একইসঙ্গে পরিচালকেরও ভূয়সী প্রশংসা করেন অভিনেতা। বলেন, “রামকমল কঠোর পরিশ্রম করেছেন ছবিটির জন্য।”

শ্রীচৈতন্যের ভূমিকায় রুক্মিণীর পোস্টার ইতিমধ্যেই নজর কেড়েছে। এ ছবির জন্য টলিউডের রুক্মিণীর সঙ্গে তুলনা চলছে বলি

কুইন কঙ্গনা

রানাওয়াতেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *