‘ধর্মের বিচারে দর্শক হলমুখী হয় না’, কঙ্গনাকে পালটা অনুপমের

দীর্ঘদিন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সোশাল মিডিয়া টুইটার ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু, সম্প্রতি নিজের টুইটার ফিরে পেতেই বিস্ফোরক মন্তব্য করা শুরু করে দিয়েছেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। পাঠান হিট হওয়ার পর শহরুখকে খোঁচা দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, পাঠান তো সিনেমা মাত্র দিনের শেষে একটাই নাম হয় জয় শ্রী রাম। এরপর ফের সোশাল মিডিয়ায় বলিউডের খান ভাইদের নিশানা করেন কঙ্গনা। মুসলিম অভিনেতাদের দিকেই নাকি ইন্ডাস্ট্রির পাল্লা ভারী। কঙ্গনার এই টুইট প্রসঙ্গে এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তাঁর মতে দর্শক বিনোদনের জন্য সিনেমা দেখেন। ধর্ম বিচার করে কখনই দর্শক হলমুখী হয় না। নতুন ছবি শিব শাস্ত্রী বালবোয়া (Shiv Shastri Balboa)-এর প্রচারে এসে কঙ্গনার মতাদর্শের বিরোধীতা করেন অভিনেতা। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুপম খের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে কঙ্গনার মুসলিম অভিনেতা মন্তব্য প্রসঙ্গে

অনুপম

খের বলেন, “আমার মনে হয় শিল্প আর ধর্ম প্রত্যেকেই তাঁর নিজের জায়গায়। ধর্মের কারণে কেউ সিনেমা দেখতে যায় না। চিত্রনাট্যর প্রেক্ষিতে মানুষ সিনেমা দেখতে যায়। হল থেকে বেড়িয়ে কেউ মন্দির, মসজিদ বা গুরুদ্বারে যায় না। মানুয, সেখানে নিজেদের ধর্মের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জ্ঞাপন করতে যায়। তাই আমার মনে হয় কারও এই ধরণের মন্তব্য করা মোটেই উচিত নয়। ভাবনাচিন্তার এই দৃষ্টিভঙ্গি একদম ভুল।”

97419169

ছবির প্রচারের শেষে অনুপম খের ভারতের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেন, “ভারত অত্যন্ত সহনশীল এবং সুন্দর একটি দেশ। এই দেশের মানুষ যতটা স্বাধীনতা পায় পৃথিবীর কোনও প্রান্তের দেশে সেই সুযোগ পাওয়া যায় না।” আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে অনুপম খের প্রযোজিত নতুন ছবি শিব শাস্ত্রী বালবোয়া। পরিচালক হিসাবে কঙ্গনা রানাওয়াতের প্রথম ছবি ইমার্জেন্সিতে অভিনয় করতে দেখা যাবে অনুপম খের।

97373976

কঙ্গনা

প্রসঙ্গে অমুপম খের কী বললেন? অভিনেতা বলেন, “আমার মনে হয় কঙ্গনা একজন সাহসী মেয়ে। আমরা যদি নারী শক্তির জয় সেলিব্রেচ করতে চাই তাহলে কঙ্গনার সাফল্যই তার পারফেক্ট নিদর্শন (Kangana Ranaut Anupam Kher)।” আরও বলেন, “সকলে যদি কথা বলার স্বাধীনতা পায় তাহলে কঙ্গনা কেন পাবেন না? “

97310548

ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন বর্ষীয়ান তারকা

অনুপম খের

। তার মত, সেরা পরিচালকদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত। অনুপম খেরের সংযোজন, “সেরা পরিচালকদের মধ্যে কঙ্গনা অন্যতম। আমি ওর সঙ্গে কাজ করেছি। প্রায় ৫৩৪ টি ছবিতে কাজ করার পর আমার যা অভিজ্ঞতা হয়েছে সেখান থেকেই এটা বললাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *