অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। গত কয়েকদিন ধরেই এই সংস্থার সঙ্গে ইসলামাবাদের সংঘাত বাড়ছিল। Wikipedia-র সাইট থেকে ধর্মদ্রোহী সংক্রান্ত বিষয়বস্তু সরাতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল পাক প্রশাসন। কিন্তু তার পরও সেই বিষয়বস্তু না সরানোয় গোটা সাইটকেই নিষিদ্ধ ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। উল্লেখ্য, এর আগে Pakistan Telecom Authoriry বা PTA-র তরফে দু’দিনের জন্য Wikipedia-র পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছিল। শুধু তাই নয়, সাইট থেকে ধর্মদ্রোহ সংক্রান্ত বিষয়বস্তুকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তাতে একেবারেই কান দেয়নি অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত এই সংস্থা। এর পর Wikipedia-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় পাক আদালত। সেই নির্দেশ মেনে সংস্থাটিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করল পাক প্রশাসন।
97595633
Wikipedia-কে নিষিদ্ধ করার কথা টুইট করে জানায়
পাকিস্তান টেলিকম অথরিটি
। “Wikipedia-কে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রবন্ধ সাইট থেকে সরানো হয়নি। ইচ্ছাকৃতভাবে সমস্ত নির্দেশ অবজ্ঞা করা হয়েছে। ওই প্রবন্ধ সরানোর জন্য ৪৮ ঘণ্টা যথেষ্ট বেশি সময়। সেই কারণেই
Wikipedia
-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।” সম্প্রতি বিভিন্ন সামজিক মাধ্যম এবং ওয়েবসাইটগুলিতে কড়া নজরদারি শুরু করেছে পাক প্রশাসন। বেশ কিছু সাইটের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েকদিন আগে ৭০০-র বেশি YouTube লিঙ্ক ব্লক করে দেয় পাক সরকার। এই লিঙ্কগুলির মাধ্যমে ‘ইসলাম বিরোধী’ মত প্রচার করা হচ্ছে বলে অভিযোগ শাহবাজ শরিফ সরকারের।
97523498
অন্যদিকে Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করতেই পাকিস্তান জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে
-র কর্মীরা। সংবাদ সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনের তরফে বলা হয়েছে, “সম্পূর্ণ বেআইনিভাবে Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক সরকার। সংবিধান বিরোধী কাজ করা হয়েছে। সরকারের তরফে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা হাস্যকর।” পাক সরকারের এই সিদ্ধান্তের জেরে ছাত্র-শিক্ষক থেকে শুরু করে গবেষকদের ক্ষতি হবে বলেই দাবি করেছেন Digital Rights-র কর্মীরা।
97419806
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাক সেনা ও গুপ্তচর সংস্থা ISI-র হাত। কয়েকদিন আগে পেশোয়ারের মসজিদে হওয়া বিস্ফোরণের নেপথ্যে ISI-র যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে পাক পুলিশের একাংশ। এই অবস্থায় Wikipedia-কে নিষিদ্ধ করে বিরুদ্ধ স্বর বন্ধ করার চেষ্টা হল বলেই মনে করছেন তাঁরা।