ধোনির লম্বা চুলের প্রেমে পড়েছিলেন মোশারফ, দিয়েছিলেন না কাটার পরামর্শও!

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ক্রিকেটার তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) একবিংশ শতাব্দীর শুরুর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন। যেহেতু ধোনি চেনা ছকের বাইরে বেরিয়ে ব্যাটিং করতেন, সেকারণে গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে ভালোবাসতেন। পাশাপাশি যখন প্রথম তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, সেইসময় ধোনির সোনালি রংয়ের লম্বা চুল গোটা বিশ্বের নজর কেড়েছিল। সেকারণে ক্রিকেট বিশ্বে তাঁর ফ্যানের সংখ্যাও নেহাতই কম ছিল না। আর সেই তালিকায় উপরের দিকেই নাম ছিল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (Pervez Musharraf)। ধোনির ওই লম্বা চুলের স্টাইলটা তিনি খুব ভালোবাসতেন। ২০০৫-০৬ সালে ভারতীয় ক্রিকেট দল যখন পাকিস্তান সফরে গিয়েছিল, সেইসময় ধোনির চুলের প্রশংসাও করেছিলেন তিনি।

97619412

সেইসময় ভারতীয় ক্রিকেট দল যখন পাকিস্তান সফরে গিয়েছিল, সেইসময় মোশারফ ধোনিকে লম্বা চুল না কাটার পরামর্শ দিয়েছিলেন। জানিয়ছিলেন যে ধোনিকে এই ড্যাপার লুকেই বেশ ভালো লাগে। লাহোরে আয়োজিত ওই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ধোনির কাছে লম্বা চুল না কাটার অনুরোধ করেছিলেন। মোশারফ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ধোনির ব্যাটিং পারফরম্যান্সের যারপরনাই প্রশংসা করেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলকেও ওই ম্যাচে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

97574631

‘যদি আমার মতামত নিতে চাও, তাহলে তোমার এই লম্বা চুল একেবারে কেটো না’

ওই দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। এরপর মোশারফের সঙ্গে ধোনির কথোপকথন সকলেরই মনে থাকার কথা। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি একটা প্ল্যাকার্ড দেখলাম যেখানে লেখা রয়েছে যে ধোনি, চুলটা এবার কেটে ফেলো। তবে যদি আমার মতামত নিতে চাও তাহলে বলব যে এই চুলের স্টাইলেই তোমাকে সবথেকে বেশি ভালো মানাচ্ছে। এই চুলটা কেটে ফেলো না।’

97556031

আসুন, আপনাদের আরও একবার ওই ম্যাচের কথা মনে করিয়ে দেওয়া যাক। গ্রিন আর্মির বোলিং ব্রিগেডকে কার্যত তছনছ করে দিয়েছিল ভারতীয় ব্যাটাররা। ২০০৬ সালে আয়োজিত ওই সিরিজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল তৃতীয় একদিনের ম্যাচে একে অপরের মুখোমুখি খেলতে নেমেছিল। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ধোনি ব্যাট থেকে একটি জয়সূচক ইনিংস বেরিয়ে আসে।

97542822

এই ম্যাচে ২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। যুবরাজ সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁদের পার্টনারশিপের দৌলতেই ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলকে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। একদিকে ৮৭ বলে ৭৯ রান করেছিলেন যুবরাজ সিং। তবে ধোনির ব্যাটিংই আদতে গোটা ম্যাচের রং বদলে দিয়েছিল। তিনি মাত্র ৪৬ বলে ৭২ রান করেছিলেন। আর সেইকারণেই তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *