পুরুষ থেকে নারী হওয়ার মধ্যেই গর্ভবতী হলেন রূপান্তরকামী, মা হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে!

জাহাদ এবং  জিয়া পাভাল কেরালার রূপান্তরকামী বাসিন্দা। একসঙ্গে থাকতে শুরুও করেছিলেন।  পুরুষ থেকে নারী হওয়ার মাঝে  গর্ভবতী হলেন জাহাদ।  কেমন করে  সম্ভব হল জেনে নিন 

মা হওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছেন কেরালার তিরুঅনন্তপুরমের বাসিন্দা জাহাদ এবং কোঝিকোড়ের বাসিন্দা জিয়া পাভাল। দু’বছর আগে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন তাঁরা। এরপর সন্তান-সুখ পাওয়ার ইচ্ছে জাগে জাহাদের। আসলে, তাঁদের সম্পর্ক তো আর পাঁচটা রূপান্তরকামীদের মতো নয়, সম্পর্কের আলদা মর্যাদা চেয়েছিলেন তাঁরা।

জানা গিয়েছে, পুরুষ থেকে নারী হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা। এর মাঝেই জাহাদ অন্তসত্ত্বা হয়ে পড়ে। এখন তিনি আট মাসের গর্ভবতী। নারী সত্ত্বা না থাকলেও পুরুষ শরীরে বেড়ে উঠছে নব প্রাণ। ভারতে এমন ঘটনা প্রথম, তাই এই খবর শুনে অবাক হয়েছেন অনেকেই।

টেক্সাসেও এমন ঘটনা ঘটেছিল

এর আগে আমেরিকার টেক্সাসের বাসিন্দা রূপান্তরকামী উইলি সিম্পসনও মা হয়েছিলেন। তিনি অবশ্য নারী থেকে পুরুষ হওয়ার মাঝে গর্ভবতী হয়েছিলেন। নারী থেকে পুরুষ হওয়ার জন্য উইলি দীর্ঘ সাত বছর ধরে কঠিন চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাঁর অস্ত্রোপচার হয়ে গিয়েছিল এর পর তিনি গর্ভবতী হয়ে পড়েন।

কী বলেছেন জাহাদ ও জিয়া?

পাভেল একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন,তাঁদের বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। জাহাদ ম্যাস্টেক্টমি সার্জারি করতে যাচ্ছিলেন, কিন্তু গর্ভাবতী না হওয়ার কারণে এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তাদের গর্ভাবস্থার জন্য সবচেয়ে বেশি পাশে থেকেছেন বা সমর্থন করেছেন তাঁদের চিকিৎসকদের। তাঁরা আরও জানিয়েছেন, বেশিরভাগ ট্রান্সজেন্ডার দম্পতি সমাজের পাশাপাশি তাঁদের পরিবারও বয়কট করে। জাহাদ ও জিয়া আরও বলেন আমারা একটি শিশু চেয়েছিলেন, “যাতে এই পৃথিবীতে আমরা নিজেদের কিছু রেখে যাই”।

কেমন করে সন্তান পালন করবেন তাঁরা?

পেশায় অ্যাকাউন্ট্যান্ট জাহাদ সন্তান পালনের জন্য তিনি মাতৃত্বকালিন ছুটিতে রয়েছেন। জিয়া একজন নৃত্যশিক্ষিকা। দু’জনেই পরিবার ছেড়ে চলে এসেছেন একে অপরের পাশে থাকার জন্য। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ব্রেস্ট মিল্ক ব্যাঙ্ক থেকে দুধ নিয়ে তাঁদের সন্তানকে পান করাবেন।

Guava During Pregnancy: প্রেগন্যান্সির কোন ট্রাইমেস্টারে পেয়ারা খাওয়া উচিত? উত্তর জানা না থাকলে জেনে নিন ঝটপট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *