ফোল্ডিং ডিসপ্লের অ্যান্ড্রয়েড ফোন আনছে চিনা সংস্থা, লঞ্চ ফেব্রুয়ারিতেই

Oppo Find N2 – এর সঙ্গেই 2022 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Oppo Find N2 Flip। ফোল্ডিং ডিসপ্লের এই স্মার্টফোন এবার বিশ্ব বাজারে লঞ্চ করতে চলেছে Oppo। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট দেখা গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ভারতের বাজারেও এই ফোন লঞ্চ করতে পারে Oppo। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই ভারতে এই ফোন লঞ্চ হতে পারে।

সম্প্রতি টুইটারে অভিষেক যাদব নামে এক ব্যক্তি জানিয়েছেন Oppo Find N2 Flip ফেব্রুয়ারিতেই ভারতে লঞ্চ হতে পারে। চিনে লঞ্চ হওয়ার কারণে ইতিমধ্যেই এই ফোল্ডিং ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কী কী থাকছে এই ফোনে? দেখে নিন:

Oppo Find N2 Flip – এর প্রাইমারি ডিসপ্লেতে থাকবে একটি FHD+ ফোল্ডিং AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট ও 240 Hz টাচ স্যামপ্লিং রেট থাকছে। সর্বোচ্চ 1200 nits ব্রাইটনেস পাওয়া যাবে। এই মোবাইলে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 13 স্কিন। এই ফোনে 3.62 ইঞ্চি কভার স্ক্রিন। এই ডিসপ্লেতে 382 x 720 পিক্সেলস রেজোলিউশন থাকছে। সেখানে পাবেন 250 ppi পিক্সেল ডেনসিটি। যদিও প্রাইমারি ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকলেও বাইরের কভার ডিসপ্লেতে থাকছে 60 Hz রিফ্রেশ রেট। এই ফোনে 16 GB LPDDR5 RAM দিয়েছে Oppo। থাকছে MediaTek Dimensity 9000+ চিপসেট ও 512 GB UFS 3.1 স্টোরেজ।

97556833

Oppo

-র ফোল্ডিং ফোনের পিছনে রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর। সঙ্গে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Oppo Find N2 Flip – এ থাকবে 32 MP ক্যামেরা। এই ক্যামেরায় 90 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে।

95881277

Oppo Find N2 Flip

– এ রয়েছে 4,300 mAh ডুয়াল সেল ব্যাটারি। সঙ্গে 44 W SuperVOOC চার্জিং সাপোর্ট দিয়েছে চিনা সংস্থাটি। এই ফোনের ওজন 191 গ্রাম।

97223706

ভারতের বাজারে Samsung Galaxy Flip 4, Moto Razr – এর মতো ফ্লিপ ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে

Oppo

Find N2 Flip। যদিও এখনও এই চিনা ফ্লিপ ফোনের দাম জানা যায়নি। তবে মনে করা হচ্ছে

Samsung Galaxy Flip 4

– এর থেকে কম দামে লঞ্চ করে বাজারে চমক দিতে পারে Oppo।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *