উত্তরপূর্ব ভারতের তিন রাজ্যে জিততে উন্নয়নের পাশাপাশি BJP-র ভরসা রামমন্দির! উত্তরপূর্ব ভারতের ভোটের ঠিক আগে তাই রামমন্দিরকে টেনে আনলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, “ভগবান রাম যেখানে জন্মগ্রহণ করেন সেই জায়গাটি দখল করেছিলেন বাবর। কিন্তু BJP সেখান থেকে বাবরকে সরিয়ে দিয়েছে। বাবর যে জায়গা জবরদখল করে ছিলেন, BJP তা মুক্ত করেছে। এখন সেই জায়গায় রামমন্দির নির্মাণ করা হচ্ছে।”
97517036
অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma বলেন, “আমরা বলেছিলাম যে BJP সরকার গঠন করলেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হবে। আমরা সেই রাম জন্মভূমিতে একটি বিশাল রাম মন্দির তৈরি করছি। অসমের মুখ্যমন্ত্রী একই সঙ্গে NEDA-র আহ্বায়কও। তিনি বলেন, “অনেকেই ভেবেছিলেন যে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হলেই হিন্দু এবং মুসলিমদের মধ্যে সংঘর্ষ শুরু হবে। কিন্তু দুই ধর্মের মানুষের মধ্যে শান্তি এবং সাম্প্রায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
(Narendra Modi)। আগে এই বিশ্বাস এবং ভরসা ছিল না। এখন একদিকে রামমন্দির তৈরি করা হচ্ছে, অন্যদিকে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধের মধ্যে কোন চিড় ধরেনি। মোদীজীর আমলে দেয় উন্নতির পথে এগিয়ে চলেছে।
97479288
এই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর দাবি, এবার
ত্রিপুরার বিধানসভা নির্বাচনে
(Tripura Assembly elections) আগের তুলনায় বেশি ভোট এবং আসন পেয়ে জিতবে BJP। ৬০ আসনের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং CPIM শুন্য পাবে এবং ধুয়েমুছে সাফ হয়ে যাবে বলেও তাঁর দাবি। এরই সঙ্গে তিনি আক্রমণ করেন টিপ্রামোথাকে। অসমের মুখ্যমন্ত্রী বলেন, “Tipra Motha এখানে জিততে পারবে না। তারা সরকার গড়তে পারবে না। তাই তাদেরকে ভোট দেওয়া মানে নষ্ট করা। টিপ্রামোথাকে ভোট দেওয়া এবং না দেওয়া দুটোই সমান।”
97416680
আগামী ১৬ তারিখে
ভোট গ্রহণ। সেখানে ৫৫টি আসনে প্রার্থী দিয়েছে BJP। এর মধ্যে ১১জন মহিলা। ৫টি আসন ছাড়া হয়েছে তাদের জোটসঙ্গীকে। ত্রিপুরার মতই নাগাল্যান্ডেও সরকার গড়বে BJP জোট বলে আশাবাদী অসমের মুখ্যমন্ত্রী। নাগালান্ডে BJP ২০টি আসনে এবং তাদের জোটের সঙ্গী NDPP ৪০টি আসনে লড়াই করছে। ডিমাপুরে অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন, সেখানে যে উন্নয়নমূলক কাজ চলছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ ভোট দেবেন তাঁদের দল এবং জোটসঙ্গীদেরকেই।