District Court Election: বারাসত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে শেষ হাসি হাসল বাম কংগ্রেস জোটের (Left-Congress Alliance) প্রার্থীরা। এই নিয়ে পর পর চার বার বারাসত বার অ্যাসোসিয়েশন (Barasat Bar Assosiation) দখলে রাখল বাম-কংগ্রেস জোট । তবে গতবারের থেকে এবারে আসন কমেছে জোটের। শাসক দলের (Trinamool Congress) সঙ্গে কড়া টক্কর হলেও জেবা বারের নির্বাচনে শেষ হাসি হাসল বাম-কংগ্রেস জোট (Left-Congress Alliance) ।
গত ৩১ জানুয়ারি ছিল এই নির্বাচনের মনোনয়ন জমা ও তোলার দিন। ভোটের জন্য বারাসত জেলা আদালতের (Barasat District Court) আইজীবীদের একাংশকে নিয়ে নির্বাচক কমিটিও গড়া হয়। পয়লা ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে চলে স্ক্রুটিনি, ভোট গ্রহণ ও ভোটগণনার কাজ পদাধিকারী ও বারের এগজিকিউটিভ মেন্বার মিলিয়ে মোট ১৩টি আসনে চলে ভোট। সব মিলিয়ে বারের এই নির্বাচনে প্রার্থী ছিলেন মোট ৪৩ জন।
এই ভোটে মোট ভোটার ছিলেন ১৯০২ জন। কিন্তু, ওইদিন ভোট দেন মাত্র ১৫২৩ জন। বাতিল হয়েছে পাঁচটি ভোট। শনিবার গণনা শেষে দেখা যায় ১৩ টি আসনের মধ্যে বাম-কংগ্রেস জোট পেয়েছে সাতটি এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ছটি আসন। যদিও শেষবার বাম কংগ্রেস জোট ৮ টি পেয়ে থাকলেও এবার সেখান থেকে একটি আসন কমে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায়। এক্ষেত্রে বলাই যেতে পারে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কিছুটা আশার আলো দেখল। যদিও তৃণমূলের শাসনকালে বাম কংগ্রেস জোটের এই জয় বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।