West Bengal News : গৃহবধূকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় মানসিক চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ওই গৃহবধূ বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জয়পুর থানার (Jaipur Police Station) জাতিপুকুর গ্রামে। মৃত গৃহবধুর নাম ভবানী ঘোষ (৩৪)। অভিযুক্ত গণেশ নামে স্থানীয় এক যুবককে গ্রেফতারের দাবি তুলে এলাকায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
97534308
জানা গিয়েছে, মৃত গৃহবধূর সঙ্গে বছর দুয়েক আগে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে প্রতিবেশী যুবক গণেশ হাজরা। অভিযোগ, এরপর গণেশ ওই গৃহবধূকে নানাভাবে ব্ল্যাকমেইল করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গৃহবধূর স্বামী প্রথমে বিষয়টি জানতে না পারলেও পরে বিষয়টি জানতে পারায় সে এই বিষয়ে প্রতিবাদ করে। গৃহবধূর পরিবারের তরফে জানানো হয়েছে, গৃহবধূ এবং তাঁর স্বামীকে মারধর করার হুমকি দেয় ওই অভিযুক্ত যুবক।
97607051
অভিযোগ, এরপর গণেশ ক্রমাগত তাদের প্রাণনাশের হুমকি ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখায়। গৃহবধুর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। গৃহবধূর স্বামী সঞ্জয় ঘোষ বিষয়টি গ্রামের লোকেদের জানাতে চাইলেও পারিবারিক সম্মানের কথা ভেবে গৃহবধূ সবাইকে জানাতে বারণ করে। এরপর বৃহস্পতিবার বিকেলে গণেশ গৃহবধূকে ফোন করে গালিগালাজ করে। আর এরপর থেকেই গৃহবধূ চুপ করে যায়। পরে শুক্রবার রাতে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে। এদিকে অভিযুক্ত যুবক গণেশ হাজরাকে গ্রেফতারের দাবিতে শনিবার সন্ধ্যায় গ্রামের লোকেরা মৃতদেহ নিয়ে বাগনান জয়পুর রাস্তায় জাতিপুকুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘণ্টাখানেক
বিক্ষোভ চলার
পথ পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়।
97599390
মৃত গৃহবধূর স্বামী সঞ্জয় ঘোষ জানান, দিনের পর দিন গণেশ তাঁর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করতো। স্ত্রী না চাইলে তাঁকে মারধর করতো। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বাজার করতে যাওয়ার সময় বাড়ি থেকে ফোন আসে তাঁর কাছে। তখনই গৃহবধূর মৃত্যুর দুঃসংবাদ দেওয়া হয় তাঁকে। সঞ্জয় ঘোষ আরও জানান, ঘটনার পর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেল
নিতে চায়নি। যদিও পুলিশের বক্তব্য এখনও পর্যন্ত এই ব্যাপারে কোন অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।