ভক্তের আবদার রাখতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করলেন শাহরুখ!

শাহরুখ খান বরাবরই তাঁর ভক্তদের আবদার মিটিয়ে থাকেন। পাঠান মুক্তির আগে তো মধ্যরাতে ভক্তদের সঙ্গে দেখা করে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছেন কিং খান। ASKSRK সেশন প্রিয় তারকার সঙ্গে কথা বলার সুযোগ পান শাহরুখ ভক্তরা। মন খুলে শাহরুখের সঙ্গে কথাও বলেন। কিং খানও তাঁর অনুরাগীদের মন রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে যান। কখন যদি কোনও ভক্ত একটু অন্যরকমের প্রশ্ন করে ফেলেন তাহলেও কিন্তু, চটে যান না। বরং মজার ছলে উত্তর দেওয়ার জন্যই শাহরুখকে তাঁর ভক্তরা আরও বেশি ভালোবাসেন। এবার তো এক ভক্ত শাহরুখের (SRK)কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেয়ে বসলেন। বাদশাও একেবারে বাদশাহী স্টাইলে পাসওয়ার্স শেয়ার করে দিলেন। সোশাল মিডিয়ায় ভাইরাল শাহরুখের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এক ক্লিকে দেখে নিন সেই গোপন সংখ্যাটি।

ভক্তদের জন্য ASKSRK সেশনের আয়োজন করেন পাঠান শাহরুখ খান। সেখানেই এক ভক্ত তাঁকে বলেছেন, স্যার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দয়া করে দিয়ে দিন। ভক্তদের আবদার তো কখনই ফেলেন না বাদশা খান। এবারেও তার অন্যতা হল না। যেই মুহূর্তে পাসওয়ার্ড চেয়েছেন তখনই শাহরুখ লিখে দিলেন, ZindaHaiATBB।

97601711

শাহরুখের এই দুষ্টু আন্দাজ কিন্তু, ফের দিল জিতে নিল ভক্তদের। শাহরুখের ওই ভক্তও জানেন যে তাঁর আবদার কখনই রাখবেন না

শাহরুখ

। আসলে রাখা সম্ভবই নয়। তবুও মজা করে যে সংখ্যাটি লিখেছেন তাতেই খুশি ভক্তরা।

97574104

২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে শাহরুখের

পাঠান

। অ্যাকশন হিরো হিসাবে শাহরুখের জয়য়কার। দীর্ঘ চার বছরের লম্বা বিরতি কাটিয়ে রুপোলি দুনিয়ায় কামব্যাক করেছেন কিং খান। ফিরে এসেই ‘খেল শুরু’ শাহরুখের।

97560658

বক্স অফিসে একের পর এক রেকর্ড করে নজির গড়েছে সিদ্ধার্থ আনন্দের পাঠান। দ্বিতীয় সপ্তাহেও পাঠান ক্রেজ অব্যাহত। বক্স অফিসে

পাঠান

সুনামির ভয়ে পিছিয়ে গিয়েছ কার্তিক আরিয়ান থেকে দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভুর ছবি মুক্তির দিন।

পাঠান ম্যাজিকে বুঁদ গোটা দুনিয়া। দেশের পাশাপাশি বিদেশেও অ্যাকশন প্যাকড ছবি নিয়ে চলছে হইচই। এই পরিস্থিতিতে শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিংবদন্তী সাহিত্যিক তথা চিত্রনাট্যকার পওলো কোয়েলহো।

দ্য অ্যালকেমিস্টের রচয়িতা টুইটারে কিং খানের পাঠানের প্রশংসা করে লিখেছেন, “কিং… লেজেন্ড… ফ্রেন্ড। বাট অ্যাবব অল গ্রেট অ্যাক্টর। ফর দোজ হু ডোন্ট নো হিম ইন দ্য ওয়েস্ট, আই স্ট্রংলি সাজেস্ট মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেরোরিস্ট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *