Chinese Spy Balloon Update: ‘বেলুন পাঠিয়ে চরবৃত্তি ল্যাটিন আমেরিকাতেও’, চিনের বিরুদ্ধে সুর চড়াল মার্কিন যুক্তরাষ্ট্র

আমেরিকার পর এবার ল্যাটিন আমেরিকাতেও নজরদারি চালাচ্ছে চিন। সেখানকার আকাশেও দেখা মিলেছে চিনা ‘গুপ্তচর’ বেলুনের! মার্কিন সেনার সদর দফতর পেন্টাগনের এই দাবি ঘিরে চড়ছে পারদ। শুক্রবার আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র প্যাট রাইডার বলেন, “শুধু আমাদের দেশই নয়, ল্যাটিন আমেরিকার দেশগুলিতেও নজরদারি চালাচ্ছে চিন। নজরদারির জন্যই বেলুনগুলিকে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।” প্রসঙ্গত, এর আগে আমেরিকার ‘স্পর্শকাতর’ পরমাণু কেন্দ্রগুলির উপর চিনা বেলুন উড়তে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে এনে কড়া প্রতিক্রিয়া দেয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। যদিও নজরদারির অভিযোগ উড়িয়ে দিয়েছে চিন। উল্লেখ্য সম্প্রতি মার্কিন নৌসেনাকে ঘাঁটি তৈরি করার জন্য চারটি জায়গা দিয়েছে ফিলিপিন্স সরকার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এর জেরে দক্ষিণ চিন সাগরে চিনা নৌসেনাকে টক্কর দেওয়া সহজ হবে আমেরিকার। এই আবহে মার্কিন পরমাণুকেন্দ্রগুলিতে নজরদারির অভিযোগ ওঠায় পরিস্থিতি জটিল হল বলেই মনে করছেন তাঁরা।

97582068

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ওই দিনই

মার্কিন ‘স্পর্শকাতর’ পরমাণু কেন্দ্রগুলির

উপর উড়তে থাকা একটি বেলুনের ছবি প্রকাশ্যে আনে পেন্টাগন। সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগে নজরে আসে বলে জানান প্যাট রাইডার। বেলুটির গতিবিধির উপরও নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

মার্কিন প্রতিরক্ষা দফতরের

ওই কর্তা আরো জানান যে প্রাথমিকভাবে সন্দেহজনকে বেলুনটিকে গুলি করে নামানোর ভাবনাচিন্তা হয়েছিল। কিন্তু বেলুনটির মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকলে, তা থেকে বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয় বলে জানান তিনি।

97571140

পেন্টাগনের তরফে বিবৃতিতে আরো জানানো হয়েছে যে অতীতেও এই ধরনের গুপ্তচর বেলুন দেখা গিয়েছিল মার্কিন ভূখণ্ডে। কিন্তু সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায়, তথ্য সংগ্রহের কাজে ব্যর্থ হয়েছিল বলে দাবি। বেলুনটির সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করে মার্কিন প্রতিরক্ষা দফতর। তবে বেলুনটি কত উচ্চতায় উড়িছিল তা জানায়নি পেন্টাগন। এছাড়াও ল্যাটিন আমেরিকার কোথায় কোথায় এই ধরনের ‘গুপ্তচর’ বেলুন দেখা গিয়েছে তাও স্পষ্ট করা হয়নি।

97576532

অন্যদিকে এই ইস্যুতে বিবৃতি দিয়েছে

চিনের বিদেশ মন্ত্রক

। তাঁদের দাবি, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা জন্য বেলুনটিকে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু হাওয়ার গতির সঙ্গে নিয়ন্ত্রণ বজায় রাখতে না পারার জন্য তা মার্কিন আকাশে ঢুকে যায়। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে চিন। এই ভুল দ্বিতীয়বার হবে না বলেই জানিয়ে দিয়েছে বেজিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *