CUET UG 2023: শীঘ্রই শুরু হবে CUET UG পরীক্ষার রেজিস্ট্রেশন, পরীক্ষা কবে জানেন তো?

CUET UG 2023: শীঘ্রই শুরু হবে কমন এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (CUET)UG 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC)-এর তথ্য অনুসারে, 2023 সালের CUET UG আবেদনপত্র চলতি সপ্তাহেই পাওয়া যাবে। সেক্ষেত্রে CUET পরীক্ষার রেজিস্ট্রেশন পরিচালনা করবে ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রার্থীরা cuet.samarth.ac.in-তে অনলাইনে আবেদন করতে পারবেন।

গত বছর ডিসেম্বর মাসে UGC বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে 2023 সালের CUET UG পরীক্ষার রেজিস্ট্রেশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। চলতি বছরে 21 থেকে 31 মে মাসে CUET UG পরীক্ষা হতে চলেছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল।

97570709

CUET UG

আসামী, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িশা, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দ্ধু -13 টি ভাষায় হবে। সেক্ষেত্রে

NTA

সারা দেশে 1000 পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করেছে যার মধ্যে 450-500 টি পরীক্ষাকেন্দ্র প্রত্যেক দিন পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।

কীভাবে আবেদন করবেন:

1. প্রথমে প্রার্থীকে CUET UG-এর অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in-তে যেতে হবে।

2. এরপর হোমপেজের রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

3. এরপর লগইনের বিবরণী পূরণ দিতে হবে এবং সাবমিট বাটিনে ক্লিক করতে হবে।

4. রেজিস্ট্রেশনের পরে লগইনের শংসাপত্র তৈরি হবে এবং সেটি ব্যবহার করে আবেদনপত্র পূরণ করতে হবে।

5. এরপর আরও একবার প্রয়োজনীয় বিবরণী দিতে হবে, নথিপত্র আপলোড করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে।

6. শেষে ফর্ম জমা দিতে হবে এবং ভবিষ্যতের ব্যবহারের জন্য কনফরমেশন পেজ ডাউনলোড করতে হবে।

97554252

প্রসঙ্গত

CUET UG

দেশ জুড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হয়ে থাকে। যে সকল প্রার্থীরা দ্বাদশ কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা 2023 সালে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তারা এই পরীক্ষায় বসতে পারবে।

প্রাথমিকভাবে দ্বাদশ শ্রেণিতে যে বিষয়গুলি পড়ানো হয় সেগুলির ওপর ভিত্তি করে CUET 2023-এর সিলেবাস করা হবে । নির্দিষ্ট বিষয়গুলির জন্য পাঠ্যক্রম NTA-এর ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী, প্রার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। CUET (UG) 2023

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার

মাধ্যমে নেওয়া হবে। সেক্ষেত্রে প্রশ্ন মাল্টিপেল চয়েসের প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রার্থীরা এক নম্বর পাবেন।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *