বর্ধমান স্টেশনের কাছে ওভার ব্রিজ ভাঙার কাজ হবে। সেই কারণে আজ রবিবার ৫ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল (Howrah-Barddhaman Train Cancelled)। হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। বর্ধমান-আসানসোল (Barddhaman & Asansol) এবং বর্ধমান-রামপুরহাট (Barddhaman & Rampurhat) শাখাতেও লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে রবিবার। রবিবার হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় ২৩ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাটের মধ্যে সমস্ত লোকাল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল (Local Train Cancelled) থাকবে। সোমবার হাওড়া-বর্ধমান রুটের (Howrah-Bardhaman Train Service) কর্ড লাইনে ৬ জোড়া এবং মেন লাইনে ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন: West Bengal Weather Update: এবার কি পুরোপুরি বিদায় নিতে চলেছে শীত? যা জানাল হাওয়া অফিস
মঙ্গলবার এবং বুধবার হাওড়া-বর্ধমান কর্ড লাইেন ১০ জোড়া, মেন লাইনে ১০ জোড়া এবং ১টি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল থাকবে। ৯ তারিখ বৃহস্পতিবার হাওড়া-বর্ধমান কর্ড ও মেন লাইনে সমস্ত ট্রেন ১৮ ঘণ্টা পর্যন্ত বাতিল থাকবে। সন্ধে ৬টা পর্যন্ত চলবে এই পরিস্থিতি। এগুলি ছাড়াও ৪৯টি আপ ও ডাউন মিলিয়ে ১১৮টি মেল ও এক্সপ্রেস ট্রেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। ৯ তারিখ পর্যন্ত বিভিন্ন রুটের১ ৮টি মেল ও এক্সপ্রেস ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ২৭ জোড়া স্পেশাল ট্রেন চলবে। অন্য দিকে কর্ড শাখায় ওই দিনগুলিতে চালানো হবে ২৪ জোড়া হাওড়া-মসাগ্রাম স্পেশাল লোকাল।