Kalyani University: পিএইচডি করতে চান? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

আপনি কি পিএইচডি করতে চান? তাহলে শীঘ্রই আবেদন করতে পারেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগে পিএইচডি কোর্সে ভর্তির জন্যে আবেদন জমা নিতে শুরু করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয় । আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.klyuniv.ac.in/-তে এবিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

কোন কোন বিভাগে ভর্তি:

সম্প্রতি পিএইচডি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে, ইতিহাস, বাংলা, হিন্দি এবং এডুকেশন বিভাগে পিএইচডিতে ভর্তির জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

যে সকল প্রার্থীর কোনও স্বীকৃত

বিশ্ববিদ্যালয়

থেকে নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা তার সমতুল কোনও পেশাদারি কোর্সে 55 শতাংশ নম্বর রয়েছে তারাই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের নম্বরে 5 শতাংশ ছাড় রয়েছে।

97617358

আবেদন ফি:

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

পিএইচডি

করার জন্য আবেদন করতে হলে জেনারেল, ওবিসি-এ, ওবিসি-বি বিভাগের প্রার্থীদের 600 টাকা এবং এসসি/ এসটি আবেদনকারীদের 150 টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:

ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে প্রার্থীদের 2023 সালের 12 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনেই

আবেদনপত্র

জমা দিতে হবে। নির্দিষ্ট তারিখের পরে ছাত্রছাত্রীরা থেকে আবেদনপত্র জমা দিলে তা গ্রাহ্য করা হবে না।

97580203

আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীদের রিসার্চ এন্ট্রান্স টেস্ট কিংবা গবেষণার

প্রবেশিকা

পরীক্ষার মাধ্যমে পিএইচডিতে ভর্তি নেওয়া হবে। তবে যে আবেদনকারীরা ইউজিসি নেট/ইউজিসি সিএসআইআর নেট/ স্লেট/ সেট/ গেট/ আইসিএমআর/আইসিএআর-এর পরীক্ষায় পাশ করেছেন অথবা যাঁদের এমফিল/ এমটেক/ এমডি/ এমই/ এমফার্ম ডিগ্রি রয়েছে এবং যারা ইউনিভার্সিটি রিসার্চ ফেলো (URS) কিংবা কোনও শিক্ষকতার ফেলোশিপ পান , তাঁদের বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না।

প্রবেশিকা পরীক্ষা:

রিসার্চ এন্ট্রান্স টেস্ট কিংবা গবেষণার প্রবেশিকা পরীক্ষাটি অফলাইনে নেওয়া হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় 50 টি মাল্টিপেল চয়েজের প্রশ্ন থাকবে। পরীক্ষাটিতে 50 শতাংশ নম্বর পেলেই পরীক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারবেন। তবে এক্ষেত্রেও

সংরক্ষিত প্রার্থীদের

নম্বরের ছাড় রয়েছে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *