Parvez Musharaaf: দামি হুইস্কি থেকে সিগার, ইয়াহিয়ার মতো মহিলায় মজে থাকত মোশারফের মন?

কাজের ফাঁকে ক্লান্তি এলেই ধূমপান করতেন তিনি। দু’আঙুলের ফাঁকে ধরা থাকত সিগার। এছাড়া বিদেশ থেকে আমদানি করা হুইস্কির প্রতি আলাদা ঝোঁক ছিল তাঁর। প্রাক্তন পাক সেনাশাসক পারভেজ মোশারফের প্রয়াণে সামনে এল বহু অজানা তথ্য। রবিবার দুবাইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই খবর সামনে আসতেই পূর্বসূরী তিন সেনাশাসকের সঙ্গে মোশারফের চুলচেরা বিশ্লেষণ শুরু করে দেয় সংবাদমাধ্যমের একাংশ। প্রসঙ্গত, মোশারফের আগে আরও তিন তিনবার সেনাশাসন প্রত্যক্ষ করেছে পাকিস্তান। পূর্বসূরী এই তিন সেনাশাসকের সঙ্গে বহু জায়গায় মিল রয়েছে মোশারফের। তবে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় ইয়াহিয়া খানের সঙ্গে। ১৯৬৯-র ২৫ মার্চ থেকে ১৯৭১-র ২০ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। মোশারফের মতো সিগার আর মাদকাশক্তি ছিল ইয়াহিয়ার। নেশায় চুর হয়ে মহিলাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন তিনি।

97622148

মোশারফ ঘনিষ্ঠদের দাবি, ক্ষমতায় থাকাকালীন মাঝে মধ্যেই প্রেসিডেন্ট প্যালেসে পার্টি দিতেন তিনি। সেখানে অতিথি-অভ্যাগতদের জন্য আনা থাকত বিলিতি মদ। নিজের হাতে ইউরোপ থেকে আনা হুইস্কির বোতল খুলতেন মোশারফ। তবে এই ধরনের পার্টিতে কখনই বেসামাল হতেন না তিনি। পরিমিত মদ্যপানই পছন্দ করতেন মোশারফ। আরও এক জায়গায়

পূর্বসূরী ইয়াহিয়ার

সঙ্গে অমিল ছিল তাঁর।

মোশারফ

ছিলেন পুরোপুরি ফ্যামিলি ম্যান। ইয়াহিয়ার মতো একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া একেবারই না-পসন্দ ছিল তাঁর।

97621529

ইয়াহিয়া পরবর্তী যুগে ১৯৭৭-র সেনাঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল জিয়া-উল-হক। তাঁর সঙ্গেও অদ্ভুত মিল রয়েছে মোশারফের। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে স্নাতকের ডিগ্রি পান জেনারেল জিয়া। অন্যদিকে এই দিল্লিতেই জন্মগ্রহণ করেছিলেন মোশারফ। গত শতাব্দীর সাতের দশকে আফগানিস্তানে মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী তৈরি করেন জেনারেল জিয়া। পরবর্তীকালে কাশ্মীর উপত্যকাকে অশান্ত করতে এই মুজাহিদিনদের ব্যবহার করেন মোশারফ। ১৯৯৯-র কার্গিল যুদ্ধেও মুজাহিদিনদের পাঠিয়েছিলেন তিনি।

97621069

এছাড়া পাকিস্তানের প্রথম সেনাশাসক

আয়ুব খানের

সঙ্গেও মিল রয়েছে মোশারফের। ১৯৫৮-য় সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের তখতে বসেন আয়ুব খান। ১৯৬৭-তে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী Friends not Masters: A Political Autobiography। অন্যদিকে In the Line of Fire: A memoir নামে বই লিখেছিলেন মোশারফ। এছাড়া দুই পূর্বসূরী আয়ুব ও ইয়াহিয়ার মতো ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিলেন তিনি। শুধু তাই নয়, আয়ুব ও ইয়াহিয়ার সময় যুদ্ধক্ষেত্রেও ছিলেন মোশারফ। বলা বাহুল্য, পূর্বসূরীদের মতোই যুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল প্রাক্তন পাক প্রেসিডেন্টকে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *