Vinod Kambli: নেশা করে স্ত্রী-ছেলেকে মার, ফের বিতর্কে বিনোদ কাম্বলি

ফের বিপাকে বিনোদ কাম্বলি! এ বার বধূ নির্যাতনের অভিযোগ উঠল কাম্বলির বিরুদ্ধে। পুলিশের কাছে তাঁর স্ত্রী মারধর, হেনস্থা এবং গালিগালাজ করার অভিযোগ দায়ের করেছেন। কিছু দিন আগে আলোচনায় ছিলেন চাকরি খোঁজা নিয়ে। আবার তিনি উঠে এলেন শিরোনামে। এ বার আর কোনও ব্যক্তিগত সমস্যা নয়। প্রাক্তন ক্রিকেটার অভিযুক্ত পারিবারিক হিংসার অভিযোগে।

বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ এনেছেন। মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন বিনোদ কাম্বলির স্ত্রী। মত্ত অবস্থায় স্ত্রীকে বার বার মারধর, গালিগালাজ এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। কাম্বলির স্ত্রী তাঁর বিরুদ্ধে বান্দ্রা থানায় এফআইআর করেছেন।

ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৫০৪ (অপমান করা) ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাঁর স্ত্রী আন্দ্রিয়া পুলিশকে জানিয়েছেন, মত্ত অবস্থায় কাম্বলি কুকিং প্যান ছুঁড়ে মেরেছেন। তার ফলে মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রায় নিত্য দিনের এই সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আন্দ্রিয়া।

ঘটনা শনিবার রাতের। জানা গেছে, মত্ত অবস্থায় রাতে বাড়ি ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রথমে সামান্য বচসা হয় কাম্বলির। তার পরই স্ত্রীকে মারধর এবং গালিগালাজ করেন তিনি। ঘটনার এক মাত্র সাক্ষী তাঁদের ১২ বছরের ছেলে। তাকেও নাকি মারধর করেছেন তিনি, অভিযোগ এমনটাই। ছেলে কাম্বলিকে শান্ত করেছিল। 

কাম্বলির স্ত্রী জানিয়েছেন ‘শান্ত করার চেষ্টা করেও কাজ হয়নি। অকথ্য গালিগালাজ, মারধর কোনও কিছুই বাকি রাখেনি। রান্নাঘর থেকে ফ্রাইং প্যান নিয়ে ছুড়ে মারে আমাকে।’

বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর আন্দ্রিয়া প্রথমে ভাবা হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেখান থেকেই তিনি থানায় যান এবং স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন। ঘটনার পর থেকেই মোবাইল ফোন বন্ধ রেখেছেন কাম্বলি। তাই রাতে তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কাম্বলির খোঁজ করছে পুলিশ। পারিবারিক হিংসা এবং বধূ নির্যাতনের মামলায় গ্রেফতার করা হতে পারে বিনোদকে।

 

আরও পড়ুন-মদ্যপদের দাপাদাপি, প্রতিবাদ করায় খুনের হুমকি; কান্নায় ভেঙে পড়লেন পিটি ঊষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *