Vinod Kambli: স্ত্রীকে ফ্রাইং প্যান-ব্যাট দিয়ে বেধড়ক মারধর! গুরুতর অভিযোগ কাম্বলির বিরুদ্ধে

Vinod Kambli booked for hitting, abusing wife Andrea Hewitt: ফের খবরের শিরোনামে বিনোদ কাম্বলি। এবার স্ত্রীকে পিটিয়ে খবরে এসেছেন প্রাক্তন ক্রিকেটার। পুলিস কাম্বলিকে ডেকে পাঠিয়েছে প্রশ্নোত্তরের জন্য।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যে চরিত্রের জন্য আজীবন বদনাম কুড়িয়েছেন বিনোদ কাম্বলি (Vinod Kambli), সেই দুশ্চরিত্রের কারণেই ফের একবার শিরোনামে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli)। মদ্যপ হয়ে কুকিং প্যান দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেছেন কাম্বলি! ব্রান্দ্রা পুলিসের কাছে এমনই লিখিত অভিযোগ করেছেন কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউয়িট (Andrea Hewitt)। বান্দ্রা পুলিস জানিয়েছে যে, কাম্বলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৪ (ইচ্ছাকৃত ভাবে ভয়ংকর অস্ত্র দ্বারা আঘাত) ও ৫০৪ (অপমান) ধারায় মামলা রজু করা হয়েছে। জানা যাচ্ছে শুক্রবার রাত একটা থেকে দেড়টা নাগাদ কাম্বলি মদ্যপ হয়ে বাড়ি ফিরেছিলেন। এরপর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন তিনি। আন্দ্রেয়া চেষ্টা করেন কাম্বলিকে শান্ত করার। তবে কাম্বলি উত্তেজনার বশে চলে যান রান্নাঘরে। সেখানে গিয়েই হাতে একটি ফ্রাইং প্যান তুলে নেন। এরপর স্ত্রীকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ঘটনার সময় কাম্বলি-আন্দ্রেয়ার ১২ বছরের ছেলেও উপস্থিত ছিল। আন্দ্রেয়া জানিয়েছেন যে, কোনও কারণ ছাড়াই কাম্বলি স্ত্রী এবং সন্তানের সঙ্গে  দুর্ব্যবহার করেন। শুধু ফ্রাইং প্য়ানের হাতল দিয়ে মেরেই শান্ত থাকেননি কাম্বলি, এরপর ব্যাট দিয়েও আন্দ্রেয়ার ওপর চড়াও হন তিনি।

আরও পড়ুনSourav Ganguly Biopic: চলে এল বড় আপডেট, দাদা-র ভূমিকায় কে? কবে শুরু শুটিং? জানতে পড়ুন

আন্দ্রেয়া মাথায় চোট নিয়ে ছুটে যান ভাবনা হাসপাতালে। এরপর সেখান থেকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন কাম্বলির বিরুদ্ধে। আন্দ্রেয়ার এফআইআর-এ লিখেছেন, ‘গত ৩ ফেব্রুয়ারি রাত একটা নাগাদ আমার স্বামী বিনোদ কাম্বলি মদ্যপ হয়ে বাড়ি ফেরে। আমার দুই সন্তানের সামনেই আমার সঙ্গে দুর্ব্যবহার করে। আমি এমনটা করতে বারণ করেছিলাম। ও নিজের মেজাজ হারিয়ে ফেলে এবং ফ্রাইং প্যানের ভাঙা হ্যান্ডেল ছুড়ে আমার মাথায় মারে। চোট পাই আমি। এরপর ব্যাট নিয়েও আমাকে তাড়া করেছিল।’ আন্দ্রেয়া জানিয়েছেন যে, কাম্বলি মদ্যপ হয়ে পড়শিদের সঙ্গেও বাজে ব্যবহার করে থাকেন পুলিস কাম্বলিকে প্রশ্নোত্তরের জন্য থানায় ডেকে পাঠিয়েছে। কাম্বলির বাড়িতে গিয়েও বয়ান নিয়েছে। ২০১৪ সালে কাম্বলি সেন্ট পিটার্স চার্চে গিয়ে বিয়ে করেন আন্দ্রেয়াকে। এরপর আইনি বিয়ে করে তাঁরা ক্যাথলিক মতে বিয়ে সারেন। কাম্বলির দ্বিতীয় স্ত্রী আন্দ্রেয়া। ২০১০ সালে কাম্বলি-আন্দ্রেয়ার প্রথম সন্তান জন্ম নেয়। এর আগে গতবছর কাম্বলি তাঁর হাউজিং সোশাইটির গেটে ভাঙচুর করে মুম্বই পুলিসের হাতে গ্রেফতার হয়েছিলেন।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *