অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ‘গেট আউট’ রাহুল? BCCI-এর টুইট ঘিরে জোর জল্পনা

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ৪ ম্যাচের টেস্ট সিরিজ। তবে এই সিরিজ শুরু হওয়ার আগে BCCI-এর একটি টুইট ভারতীয় ক্রিকেট সমর্থকদের মানসিক দোলাচল বাড়িয়ে দিয়েছে। আসলে BCCI-এর একটি টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে লেখা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার কেএল রাহুল বর্ডার-গাভাসকার ট্রফি থেকে ছিটকে গিয়েছে। BCCI-এর এই টুইট দেখে ইতিমধ্যেই সমর্থকেরা চমকে গিয়েছেন। সকলের মুখে একটাই প্রশ্ন, কী এমন হল যে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে কেএল রাহুলের মতো ক্রিকেটার ছিটকে গেলেন।

97603939

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রাহুল?

তবে BCCI কেন এমন টুইট করল, সেটা বোর্ডের পক্ষ থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় BCCI-এর এই টুইট ভাইরাল হয়েই ফ্যানেরা মনে করতে থাকেন যে ২০২৩ বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। তবে সত্যিটা একেবারে আলাদা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে কেএল রাহুল একেবারে ফিট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আয়োজিত চার ম্যাচের এই টেস্ট সিরিজ খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।

97507878

BCCI-এর এই টুইটই বাড়িয়েছে চিন্তা

আসলে হয়েছেটা কী, BCCI-এর যে টুইটটা ভাইরাল হয়েছে সেটা ২০২১ সালের ৫ জানুয়ারির। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। ২০২১ সালে বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি খেলতে পারেননি। ওই বছর ৫ জানুয়ারি BCCI-এর পক্ষ থেকে টুইট করে ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। সম্প্রতি আউট অফ কনটেক্সট নামের টুইটার অ্যাকাউন্ট থেকে BCCI-এর সেই পুরনো টুইটটাই ভাইরাল করা হয়েছে। তবে সেখানে স্পষ্ট তারিখের উল্লেখ রয়েছে।

97582474

সম্প্রতি আথিয়া শেঠিকে বিয়ে করেন কেএল রাহুল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামতে পারেন কেএল রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজে রাহুলের রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো। ২০১৭ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন ভারত সফরে এসেছিল, সেইসময় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রাহুল যথাক্রমে ৯০, ৫১, ৬৭, ৬০ এবং ৫১* রান করেছিলেন। উল্লেখ্য, রাহুল গত মাসের ২৩ তারিখ বলিউড সুপারস্টার সুনীল শেঠির মেয়ে আথিয়াকে বিয়ে করেছেন কেএল রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *