পদ্ম শিবিরে ভাঙন অব্যাহত। রবিবারই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সোমবার অভিনেত্রী কাঞ্চনা মৈত্রও গেরুয়া শিবির ছাড়লেন। যদিও তিনি অন্য কোনও দলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেননি। বরং জানিয়েছেন, আপাতত রাজনীতি থেকেই দূরে থাকতে চান। ফেসবুকে কাঞ্চনা লিখলেন, “কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই পার্টি আর রাজনীতিকে আপাতত বিদায় জানালাম। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিনেত্রীর এহেন সিদ্ধান্তের জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল সৃষ্টি হয়েছে। এদিন এক সংবাদমাধ্যমকে কাঞ্চনা বলেন, “আমি এখন কাজে মনোযোগ দিতে চাই। আমি খুব সক্রিয়ভাবেই BJP-তে ছিলাম। মাঠে নেমে রাজনীতিটা করেছি। কাজকে প্রায়োরিটি দিইনি তখন। রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছি। কিন্তু, এখন কাজে মনোযোগ দিতে চাই।”
97644437
তাঁর সংযোজন, “এই মুহূর্তে কাজ এবং পরিবারকে সময় দেওয়ার ইচ্ছে আছে।” দলের সঙ্গে কি কোনও সমস্যা চলছিল? বা পদ্ম শিবিরের কোনও সিদ্ধান্তে অভিমান? কাঞ্চনার উত্তর, “দলের সঙ্গে যোগাযোগ তখন হয়, যখন কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়। আমাকে তো সেভাবে কোনও দায়িত্ব দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “দলের বড় কোনও কাজও আমি করছি না। ফলে যেখানে কাজ বা দায়িত্ব নেই, সেখানে সমস্যা, সমাধান বা সুবিধা কোনওটাই তো নেই।”
97654395
এ প্রসঙ্গে BJP -র এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “নির্বাচনের পর থেকে তো এমনিতেই ওঁকে দলে দেখা যায়নি। এই সময় ডিজিটালের তরফে শমীক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।”