গ্র্যামির মঞ্চে ইতিহাস ভারতের, সুরকার রিকি কেজের ঝুলিতে তিনটি পুরস্কার

রবিবার লস অ্যাঞ্জলসের মাটিতে ভারতের জয়জয়কার। নতুন ইতিহাস গড়ল ভারত। ৬৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে তিনটি গ্র্যামি জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন সুরকার রিকি কেজ। রবিবার লস অ্যাঞ্জলসে অনুষ্ঠিত হয়েছে ৬৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনটি গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন ভারতীয় সুরকার রিকি কেজ। ডিভাইন টাইডসের জন্য গ্র্যামির মঞ্চে সম্মানিত হয়েছেন রিকি। তাঁর অ্যালবাম সেরা ইমারসিভ অডিয়ো বিভাগেও মনোনীত হয়েছিল। ২০১৫-এ উইন্ডস অফ সমাসারার জন্য প্রথম গ্র্যামি জিতেছিলেন ভারতীয় সুরকার রিকি কেজ। এরপর ২০২২-এ সেরা নিউ এজ অ্যালবাম বিঙাগে দ্বিতীয় গ্র্যামি জিতেছিলেন ভারতীয় সুরকার রিকি কেজ। ফের ২০২৩-এ ৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জলসে গ্র্যামির মঞ্চে তিনটি পুরস্কার জিতে এখন ভারতের গর্ব সুরকার রিকি কেজ। লস অ্যাঞ্জলসের ক্রিপ্টোতে ৬৫ তম গ্র্যামির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রিভোর নোহা।

গ্র্যামির মঞ্চে তনটি পুরস্কার জিতে উচ্ছ্বসিত ভারতীয় সুরকার । সোশাল মিডিয়ায় খুশি উদযাপন করেছেন রিকি। গ্র্যামির মঞ্চ থেকে বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আমি তৃতীয়

গ্র্যামি অ্যাওয়ার্ড

জিতলাম। আমি গর্বিত। বাকরুদ্ধ। এই পুরস্কার আমি ভারতকে উৎসর্গ করলাম।”

74942596

৬৫ তম

গ্র্যামির মঞ্চে

উপস্থাপকদের মধ্যে ছিলেন ভায়োলা ডেভিস, ফার্স্ট লেডি জিল বিডেন, ডোয়াইন জনসন, কার্ডি বি, জেমস কর্ডেন, বিলি ক্রিস্টাল, অলিভিয়া রদ্রিগো এবং শানিয়া টোয়েন। গ্র্যামির মঞ্চে একদিকে তিনট পুরস্কার জিতেছেন রিকি অন্যদিকে দুটি পুরস্কার এসেছে বেয়ন্সের ঝুলিতে।

74322919

‘ব্রেক মাই সোল’ আর ‘প্লাস্টিক অফ সোফা’-য় অসাধারণ নৃত্য প্রদর্শন ও গান রেকর্ডিয়ের জন্য

গ্র্যামির মঞ্চে

দুটি পুরস্কার জিতে নজর গড়েছেন বেয়ন্স। দুটি গানই ২০২২ সালে Renaissanc-এর। গ্র্যামির মঞ্চে বেয়ন্স স্বশরীরে উপস্থিত থাকতে পারেননি। তাঁর এই সম্মান গ্রহণ করেছেন অনুষ্ঠানের উপস্থাপকরাই। কেরিয়ারে মোট ৩১ টি গ্র্যামি জিতেছেন বেয়ন্স।

73639011

তিনটি গ্র্যামি জয়ী রিকি কেজের ডিভাইন অ্যালবামে রয়েছে নয়টি গান ও আটটি মিউজিক ভিডিয়ো। ভারতের হিমালয়ের সৌন্দর্যায়ন থেকে স্পেনের বরফাবৃত বনকে সুন্দরভাবে গানের কলিতে সুন্দরভাবে ব্যাখা করেছেন। একাধিক অনুষ্ঠানে এই অ্যালবাম পুরস্কৃত হয়েছে।

২০২২-এ যখন দ্বিতীয়বার গ্র্যামি জিতেছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। মোদীর থেকে অভিনন্দন পেয়ে সোশাল মিডিয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন সুরকার রিকি কেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *