দেশের আগেও রায়নার কাছে ধোনি! বিষ্ফোরক স্বীকারোক্তিতে খুল্লামখুল্লা এবার সুপারস্টার

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যে এভাবে বিস্ফোরণ ঘটাবেন সুরেশ রায়না, কে ভাবতে পেরেছিল! জানিয়ে দিলেন, জাতীয় দলের আগেও তিনি মহেন্দ্র সিং ধোনির জন্য খেলতেন। ২০১১ সালে ধোনির বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন রায়না। ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন সুপারস্টার। জাতীয় দল তো বটেই আইপিএলেও ধোনির সঙ্গে চারটে ট্রফি জিতেছেন।

স্পোর্টস টক-এ রায়না বলে দিয়েছেন, “আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। জাতীয় দল, সিএসকেতে ওঁর সঙ্গে খেলতে পারাটা চরম সৌভাগ্যের। আমাদের জুটিকে মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন। আমি গাজিয়াবাদের। ধোনি রাঁচি থেকে উঠে এসেছে। প্রথমে ধোনির জন্যই খেলতাম, তারপরে আমার কাছে আসত দেশ। এটাই আমাদের কানেকশন। বহু ফাইনালে খেলেছি দুজনে। ওয়ার্ল্ড কাপ-ও জিতেছি আমরা। ও দুর্ধর্ষ নেতা তো বটেই, দারুণ একজন লিডারও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *