পাকিস্তানে না এলে ভারত জাহান্নামে যাক! কোহলি-রোহিতদের অভিশাপে ভাসিয়ে দিলেন মিয়াঁদাদ

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। টিম ইন্ডিয়ার এমন অবস্থান স্পষ্ট হয়ে যাওয়ার পর এবার ভারতকে তেড়েফুঁড়ে আক্রমণ করলেন জাভেদ মিয়াঁদাদ।

পাকিস্তানের এক ইভেন্টে সরাসরি প্রাক্তন তারকা বলে দিয়েছেন, “পাকিস্তানে খেলতে না এলে ভারত নরকে যাবে। আমি বরাবর পাকিস্তানকে সমর্থন করেছি। কোনও ইস্যু এলে ভারতকে আক্রমণ করতে অন্তত আমি ভুলি না। আমাদের স্বার্থ সবসময় প্রাধান্য দিতে হবে। নিজেদের সম্মানের জন্য আমাদের লড়ে যেতে হবে।”

“ভারত না এলে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরাই এবার আয়োজক দেশ। এটা আইসিসির কর্তব্য। আইসিসি যদি এই পরিস্থিতি সামলাতে না পারে, তাহলে গভর্নিং বডি থাকার কি দরকার! সমস্ত দলের ক্ষেত্রে একই নিয়ম হওয়া দরকার। যদি কোনও দল না আসে, তাহলে তাদের পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত।”

Read the full article in ENGLISH

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *