Bandhan Bank FD:
বড় ঘোষণা করা হল বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে। ফিক্সড ডিপজিটে (FD)-এ দেওয়া সুদের হার বাড়াচ্ছেন তারা। তিন মাসের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর দ্বিতীয়বার সুদ বৃদ্ধি করল বন্ধন। প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম পরিচিত নাম হল বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয় যে তারা সুদের উপর 50 বেসিস পয়ন্ট (BPS) বৃদ্ধি করছেন। এই সুদের হার 2 কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নতুন সুদের নিয়ম 6 ফেব্রুয়ারি 2023 থেকে কার্যকর হতে চলেছে। তবে এই সুদের হার সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকবে। এই নতুন সুদের হার বৃদ্ধির ঘোষণার পর থেকে , ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে। এই বিশেষ অফার 600 দিনের মেয়াদ কালের জন্য থাকতে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এফডিতে প্রবীণ নাগরিকদের ৮.৫ শতাংশ এবং অন্যান্যদের ৮ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। বর্তমানে ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিতে অফার করা সর্বোচ্চ সুদের হার গুলির মধ্যে একটি হতে চলেছে বন্ধন ব্যাঙ্কের FD-তে দেওয়া সুদের হার। এই FD-তে বিনিয়োগ করতে বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন।
Maturity Bucket
Interest Rate for non Senior Citizens
Interest Rate for Senior Citizens
7 থেকে 14 দিন
3.00%
3.75%
15 থেকে 30 দিন
3.00%
3.75%
31 থেকে 2 মাসের কম
3.50%
4.25%
2 মাস থেকে 3 মাসের কম
4.50%
5.25%
3 মাস থেকে 6 মাসের কম
4.50%
5.25%
6 মাস থেকে 1 বছরের কম
4.50%
5.25%
1 বছর থেকে 599 দিন
7.25%
7.75%
600 দিন
8.00%
8.50%
601 দিন থেকে 2 বছরের কম
7.25%
7.75%
2 বছর থেকে 3 বছরের কম
7.25%
7.75%
3 বছর থেকে 5 বছরের কম
7.25%
7.75%
5 বছর থেকে 10 বছর
5.85%
6.60%
Bandhan Bank সম্পর্কে কিছু তথ্য
বন্ধন ব্যাঙ্ক লিমিটেড হল একটি ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা সংস্থা, যার সদর দফতর কলকাতায়। বন্ধন ব্যাঙ্ক ভারতের 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 34টিতে উপস্থিত রয়েছে। বন্ধন ব্যাঙ্কের 5,723টি ব্যাঙ্কিং আউটলেট এবং 2.86 কোটিরও বেশি গ্রাহক রয়েছে। বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা 2001 সালে হয়।