ফুলকপির দাম বেড়ে দ্বিগুণ! একনজরে সোমবারের বাজার দর

Kolkata Market Price:

শীতের খোলস কার্যত গা থেকে ঝেড়ে ফেলেছে কলকাতা। ফলে ফের একবার দাম চড়তে শুরু করেছে একাধিক সবজির। সেই তালিকায় রয়েছে শীতের অন্যতম সবজি ফুলকপিও। সস্তার মরশুমে যে সবজি 5-6 টাকায় বিক্রি হচ্ছিল, তার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। একই সঙ্গে দর চড়েছে বাঁধাকপি, ওলকপিরও। যদিও পাকা টমেটোর দাম রয়েছে অনেকটাই কম। তবে শীত কমতেই ফের একবার সবজির দাম বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই।

অন্যদিকে, মাছের বাজারে সম্প্রতি রুই মাছের দাম কিছুটা হলেও কমেছে। তবে কাতলা, বড় ট্যাংরা , ভেটকি বা গলদা চিংড়ির গায়ে হাত ছোঁয়াতে পারছেন না সাধারণ নিম্ন-মধ্যবিত্ত মানুষ। অন্যদিকে ডিমের দাম এখনও রয়েছে চড়া। পাশাপাশি মাংসের দামও মোটেই সস্তা নয়। এবার নজর রাখা যাক সোমবারের বাজার দরে।

97616617

প্রথমেই দেখে নেওয়া যাক কলকাতা ও শহরতলিতে সবজির দাম (Vegetable Price in Kolkata)

আলু

(নতুন) – 12 টাকা থেকে 15 টাকা কেজি

ফুলকপি – পিস 8 টাকা থেকে 10 টাকা

বাঁধাকপি – জোড়া 15 থেকে 20 টাকা

উচ্ছে – 40 টাকা কেজি

ওলকপি – 10 টাকা কেজি

পেঁয়াজকলি – 35 টাকা থেকে 40 টাকা কেজি

গাজর – 40 টাকা কেজি

পেঁয়াজ – 30 টাকা থেকে 35 টাকা কেজি

বেগুন – 30 টাকা থেকে 35 টাকা কেজি

টমেটো – 25 টাকা থেকে 30 টাকা কেজি

সিম – 30 টাকা কেজি

বরবটি – আঁটি 10 টাকা

কড়াইশুঁটি – 40 টাকা থেকে 50 টাকা কেজি

পেঁপে – 20 টাকা কেজি

লেবু – 3 টাকা পিস

পালং শাক – 10 টাকা আঁটি

লাল শাক -8 টাকা আঁটি

এবার দেখে নেওয়া যাক মাছের বাজারের দাম (Kolkata Fish Market Price)

রুই – 175 টাকা থেকে 190 টাকা কেজি (গোটা)

রুই – 200 টাকা থেকে 225 টাকা কেজি (কাটা)

কাতলা – 350 টাকা কেজি থেকে শুরু

তেলাপিয়া – 200 টাকা কেজি

ছোট ট্যাংরা – 200 টাকা কেজি

ভেটকি – 500 টাকা কেজি থেকে শুরু

ভোলা – 250 টাকা কেজি (মাঝারি আকার)

পাবদা – 400 টাকা কেজি থেকে দাম শুরু

লোটে – 120 টাকা থেকে 150 টাকা কেজি

গলদা চিংড়ি – 700 টাকা কেজি

বাগদা-চিংড়ি – 350 টাকা কেজি

97622555

এবার দেখে নেওয়া যাক আজকের বাজারে মাংসের দাম (Kolkata Chicken/ Mutton Price)

চিকেন – 180 টাকা থেকে 200 টাকা কেজি

গোটা মুরগি – 130 টাকা থেকে 140 টাকা কেজি

ডিম – জোড়া 15 টাকা

মাটন – 720 টাকা কেজি থেকে 780 টাকা কেজি

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *