বাঙালির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য! মামলা থেকে অব্যাহতি পেয়ে গেলেন পরেশ রাওয়াল

কলকাতা: বাঙালি বিদ্বেষী মন্তব্য মামলায় বিজেপি নেতা তথা অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। এদিনের শুনানি শেষে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “তিনি গুজরাতি ভাষায় মন্তব্য করেছিলেন। তারপরে তিনি ট্যুইট করে ক্ষমাও চান।” এর পরে বিচারপতির মন্তব্য, তালতলা থানায় অভিযোগকারী বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।

গত শুনানিতে গোটা বিষয়টি খতিয়ে দেখে এই অভিযোগ আর জিইয়ে রাখার দরকার আছে কি না, সে বিষয়ে অভিযোগকারীর মতামত জানতে চেয়েছিলে আদালত। এদিন আইনজীবীরা জানান, এই ব্যাপারে আদালত যা ভাল বুঝবেন তা-ই করা হোক। তারপরেই পরেশ রাওয়ালের বিরুদ্ধে করা ওই FIR খারিজ করে যাবতীয় তদন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: ডি লিট পাচ্ছেন মমতা! আজ সেন্ট জেভিয়ার্সের সমাবর্তনে নতুন সম্মান

গুজরাত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে গিয়ে বাঙালিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। সমালোচনায় সরব হয়েছিলেন বাঙালি রাজনীতিকেরা। তখনই পরেশের মন্তব্য নিয়ে তালতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ওই মামলার প্রেক্ষিতে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বিজেপি ঘনিষ্ঠ এই বলিউড অভিনেতাকে। এ নিয়ে পরেশ রাওয়ালকে একটি নোটিসও পাঠায় তালতলা থানা।

সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পরেশ রাওয়াল। তাঁর আইনজীবী ধিরাজ ত্রিবেদী আদালতে জানান, তাঁর মক্কেল কারও ভাবাবেগে আঘাত করার জন্য ওই মন্তব্য করেননি। পরবর্তীকালে তিনি ক্ষমাও চেয়েছেন ট্যুইটের মাধ্যমে।

আরও পড়ুন: সপ্তাহের শুরুর দিনই বাতিল ২৯৬টি ট্রেন, তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন

গত ডিসেম্বরে গুজরাতের বলসারে বিজেপির হয়ে প্রচার সারতে গিয়েছিলেন পরেশ। সেখানে তিনি বলেছিলেন, “গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এটা ঠিক। কিন্তু সেই দাম কখনও না কখনও কমবে। কিন্তু, কী হবে যখন রোহিঙ্গারা, বাংলাদেশিরা আপনারই বাড়ির চারপাশে থাকতে শুরু করবে। দিল্লিতে যেমন হচ্ছে। তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের মাছ রান্না করে খাওয়াবেন?”

এরপরেই তাঁর মন্তব্যের বিরোধিতা করে সরব হন বাঙালিরা। বাঙালি জাতির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে পরেশ রাওয়ালের বিরুদ্ধে। পরে অবশ্য ট্যুইট করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান অভিনেতা। জানান, তিনি বাঙালি বলতে বাংলাদেশী বোঝাতে চেয়েছিলেন, পশ্চিমবঙ্গের মানুষকে নয়।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *