ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে নাগপুরে (Nagpur) প্রথম টেস্ট ম্যাচ (IND vs AUS 1st Test) আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। এই ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিয়ের পর অক্ষর প্যাটেল (Axar Patel) এবং কেএল রাহুল (KL Rahul) টিম ইন্ডিয়ার স্কোয়াডে কামব্যাক করেছেন। ইতিমধ্যে তাঁরা নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। কেএল রাহুল রবিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) অনুশীলন করছিলেন। ইতিমধ্যেই তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি ফিল্ডিং অনুশীলন করছেন। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর ভারতীয় ক্রিকেট দলের সমর্থেকরা আরও একবার রাহুলকে নিয়ে ট্রোল করতে শুরু করেছেন।
97637821
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত কয়েকমাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে কেএল রাহুলের সময় খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাটে চলছে রানের খরা। আর সেকারণেই ব্যাটিং অনুশীলন না করে যেহেতু কেএল রাহুল ফিল্ডিং প্র্যাকটিস করছেন, সেটা দেখেই চটেছেন সমর্থকেরা। এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে যে রাহুল ক্যাচ ধরা প্র্যাকটিস করছেন।
97627487
গত টি-২০ বিশ্বকাপে একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি তিনি। এমনকী এশিয়া কাপও নেহাতই ম্যাড়ম্যাড়ে হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হলেন কেএল রাহুল। ইতিপূর্বে বহু স্মরণীয় ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছেন। তবে সম্প্রতি তাঁকে খুব একটা ভালো ফর্মে দেখতে পাওয়া যাচ্ছে না।
97554566
যদিও গত বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন। আশা করা হচ্ছে, এবার সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবেন তিনি। টেস্ট ক্রিকেটে ২০২১ সালে শেষবার সেঞ্চুরি করেছিলেন রাহুল। তারপর থেকে ২ বছর কেটে গিয়েছে। ভারতের মাটিতে তিনি একটি মাত্র শতরানই করতে পেরেছেন। আর সেটাও ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও রাহুলের টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এসেছিল। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে যে তিনি পুরনো ফর্মে আবারও প্রত্যাবর্তন করতে পারবেন।
97582474
প্রথম দুটো টেস্টে ভারতীয় ক্রিকেট দল
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), চেতেশ্বর পূজারা, শুভমান গিল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবি অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, উমেশ যাদব, জয়দেব উনাদকাট এবং সূর্যকুমার যাদব।
97507878
টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড. অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, পিটার হেডসকুম, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোওয়াজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, ল্যান্স মরিস, টাড মার্ফি, ম্যাথু রেনেশঁ, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মিশেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।
97605850
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শিডিউল
প্রথম টেস্ট, নাগপুর : ৯-১৩ ফেব্রুয়ারি, ২০২৩
দ্বিতীয় টেস্ট, দিল্লি : ১৭-২১ ফেব্রুয়ারি, ২০২৩
তৃতীয় টেস্ট, ধর্মশালা : ১-৫ মার্চ, ২০২৩
চতুর্থ টেস্ট, অহমেদাবাদ : ৯-১৩ মার্চ, ২০২৩