মিড ডে মিলে ‘পুকুর চুরি’! শো-কজ নোটিশ প্রধান শিক্ষককে

West Bengal Local News: মিড ডে মিলে (Mid Day Meal) রান্নার নিয়ে অভিযোগের মাঝে সামনে এল ব্যাপক কারচুপির অভিযোগ। নদিয়ার এক স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল ছাত্র সংখ্যা বাড়িয়ে দেখানো থেকে পাস বুকে কারচুপি, আর্থিক স্বচ্ছতার অভাবের মতো একাধিক অভিযোগ। একইসঙ্গে স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল রান্নার অভিযোগও উঠেছে নদিয়ার নাজিরপুর বিদ্যাপীঠে। একের পর এক অভিযোগ সামনে আসায় নাজিরপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠালেন তেহট্ট এক নম্বর ব্লকের বিডিও শুভাশীষ মজুমদার।

গত সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি ইস্যু হওয়া এই নোটিশে বিডিওর পক্ষ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৭ ফেব্রুয়ারির মধ্যে নদিয়ার নাজিরপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পশুপতি সরকারের কাছ থেকে পাঁচটি গুরুতর অভিযোগের যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়েছে । কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের আগে জেলার একটি স্কুলের প্রধান শিক্ষকের এহেন কারচুপির অভিযোগ সামনে আসকে নড়েচড়ে বসেছে প্রশাসন। স্কুলের অন্যান্য শিক্ষকদের দাবি, তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে মিড-ডে মিল-এর পুরো বিষয়টিই পরিচালনা করেন প্রধান শিক্ষক।

97560767

মূলত, অস্বাস্থ্যকর পরিবেশে মিড-ডে মিল রান্না ও খাবারে বিষাক্ত পোকামাকড়, পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বাড়িয়ে মিড ডে মিলে কারচুপির অভিযোগে প্রশাসনের নজরে নাজিরপুর বিদ্যাপীঠে। কারচুপির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক পশুপতি সরকারের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ পেয়ে স্কুলে আসে মিড ডে মিল-এর পরিদর্শক। সেসময়ই সামনে আসে একের পর এক বেনিয়ম। তার রিপোর্টের উপরের ভিত্তি করে প্রধান শিক্ষককে শোকজ নোটিশ পাঠান তেহট্টো এক নম্বর ব্লকের বিডিও। কারচুপির কারণে মিড ডে মিলের কোনও রিপোর্ট ওয়েব পোর্টালে আপলোড করেননি প্রধান শিক্ষক। এদিকে ওই দিনের মিড ডে মিল রেজিস্ট্রার খতিয়ে দেখতেই সামনে আসে পুকুর চুরি। রিপোর্টে দাবি করা হয়েছে, সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ ২৭ জানুয়ারি বিদ্যালয় বন্ধ ছিল। অথচ ওইদিনই খাতায় শুধুমাত্র একটি শ্রেণীতে উপস্থিতির সংখ্যার দেখানো হয়েছে ১৫৭! যা দেখে চক্ষু চড়কগাছ পরিদর্শকদের।

97486846

প্রশাসনিক কর্তাদের অভিযোগে সিলমোহর দেন ওই স্কুলের শিক্ষকদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষকের অভিযোগ ” সবটাই চোখে দেখি প্রতিবাদ করতে গেলে প্রধান শিক্ষক হুমকি দেয়। বাড়তি ক্লাস দেওয়া হয়।” ক্যাজুয়াল লিভ অন্যায় ভাবে আটকে দিয়ে মেডিকেল লিভ কেটে নেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি। স্থানীয় কিছু অশিক্ষক কর্মচারীকে প্রাণে মারারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।” প্রায় একই কথায় প্রতিধ্বনি বিদ্যালয়ের অপর এক পার্শ্ব শিক্ষকের গলায়। তাঁর দাবি,”স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি গৌতম সরকার ও রবিন বিশ্বাস নামের দুজন অ-শিক্ষক কর্মী রীতিমতো ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। খবর করতে এলে সাংবাদিককে আটকে রাখা হয় , আমরা তো কোন ছাড় !”

97578563

কেন্দ্র রাজ্যের যৌথ প্রকল্প মিড ডে মিলের কেন্দ্রীয় বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিক জায়গায় পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। দু-একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া সার্বিকভাবে রাজ্যের মিড ডে মিল ব্যবস্থার দরাজ সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। রাজ্যের মধ্যে ভাবমূর্তির একদম উলটো চিত্র দেখা গেল নদিয়ার নাজিরপুর বিদ্যাপীঠে, যা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় জেলা প্রশাসন। তেহট্ট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস মজুমদার জানান, ” প্রধান শিক্ষকের মিড-ডে মিল সংক্রান্ত বেশ কয়েকটি বেনিয়ম আমাদের নজরে এসেছে। তাকে শো-কজ করা হয়েছে, দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হবে।”

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *