শেষ স্পেলে ভালই ব্যাট করছে শীত, আগামী ২৪ ঘণ্টা হাতের কাছেই থাকুক সোয়েটার

কলকাতা: সকাল হলেই দূর থেকে ভেসে আসছে কোকিলের ডাক। বিকেলের হাওয়ায় বসন্তের গন্ধ। তা-ও যেন চলে যেতে যেতে ফিরে চাইছে শীত। আবহবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকছে আরও ২৪ ঘণ্টা।

শেষ স্পেলে ভালই হাত খুলে খেলছে শীত। তবে জানা গিয়েছে, এরপর আর স্বাভাবিকের নীচে নামবে না তাপমাত্রার পারদ। এ-ই দফাই কার্যত শীতের বিদায় পর্ব। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি, আর বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট। আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। শীতের স্পেল থাকছে আগামিকাল পর্যন্ত।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৯-৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

শীতের শেষ স্পেল চলছে। হালকা উত্তুরে হাওয়া থাকবে আগামী ২৪ ঘণ্টা। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবি ও সোমবার স্বাভাবিকের কাছাকাছি বা নীচে থাকবে তাপমাত্রা। তবে এরপর আর স্বাভাবিকের নীচে নামবে না পারদ।

সোম ও মঙ্গলবার সিকিম এবং দার্জিলিংয়ে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশা থাকবে আরও দুদিন। কাল থেকে মাঝারি কুয়াশা কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা।

আরও পড়ুন,নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির

আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি এবং জেলায় ১১ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুক্র ও শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আজ রাতেই ডুকছে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা। বুধবার আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।

দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মূলত কোমোরিন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই এই বৃষ্টি। তামিলনাড়ু কেরালা এবং লাক্ষাদ্বীপ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়া হইবে লাক্ষাদ্বীপ এলাকায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।

নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আরও একবার বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে আজ এবং আগামিকাল। আগামিকাল উত্তরাখণ্ডেও বৃষ্টির তুষারপাতের সম্ভাবনা। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় অরুণাচল প্রদেশ ও আসামের উপরিভাগে বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ওড়িশার কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এছাড়াও আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘন্টা কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, অসম মিজোরাম এবং ত্রিপুরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *