ভূমিকম্পের এপিসেন্টার বা ভূকম্পন বিন্দু ছিল তুরস্কের গাজিয়ানটেপ৷ স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিটে ভূমিকম্প শুরু হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে৷
‘‘৪০ বছর ধরে এখানে বাস করছি৷ আজকের মতো এমন অনুভূতি কখনো হয়নি,” বলে জানান গাজিয়ানটেপের বাসিন্দা এরদেম৷ কমপক্ষে তিনবার খুব ভালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে বলেও জানান তিনি৷
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ২৩৭ জন নিহত ও ৬৩৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে৷ আলেপ্পো, লাটাকিয়া, হামা ও টার্টুস প্রদেশে এসব প্রাণহানি হয়েছে৷
এদিকে তুর্কিপন্থি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার একটি অঞ্চলে আটজন প্রাণ হারিয়েছেন বলে সেখানকার এক চিকিৎসক এএফপিকে জানিয়েছেন৷
সিরিয়ায় ১৯৯৫ সালে জাতীয় ভূমিকম্প কেন্দ্র তৈরি হওয়ার পর এটিই সে দেশে আঘাত করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন ঐ কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ৷
ভূমিকম্পে তুরস্কে ২৪৫ জন মারা গেছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে৷ আহত হয়েছেন ৪৪০ জন৷
দুর্গত এলাকায় ভবন ধসে পড়েছে৷ উদ্ধার তৎপরতা শুরু হয়েছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)